Saturday, May 3, 2025

আইএসএল-এর দ্বিতীয় ম্যাচেও হার লাল-হলুদের, এগিয়ে থেকেও কেরালার কাছে হারল ২-১ গোলে

Date:

Share post:

আইএসএল-এর দ্বিতীয় ম্যাচেও হার ইস্টবেঙ্গল এফসির। এদিন কেরালা ব্লাস্টার্সে বিরুদ্ধে এগিয়ে থেকেও ২-১ গোলে হারল কার্লোস কুয়াদ্রাতের দল। দুই ম্যাচ খেলে ০ পয়েন্ট। এবারেই আইএসএল-এ প্রথমবার খেলা মহমেডান স্পোর্টিং-ও ১ পয়েন্ট পেয়েছে। ইস্টবেঙ্গল সেটাও পেল না। এদিন লাল-হলুদে হয়ে অভিষেক হয় আনোয়ার আলির।

প্রথমার্ধে বলার মতো কোনও আক্রমণ করতে পারেনি কেরালা ব্লাস্টার্স। ডানদিক থেকে বারেবারে রাহুল কেপি বিপদ তৈরি করলেও সেখান থেকে গোল আসার মতো পরিস্থিতি একেবারেই ছিল না। উল্টো দিকে ইস্টবেঙ্গল বেশ কিছু সুযোগ পেলেও গোলকিপার সচিন সুরেশের দক্ষতায় গোল খেতে হয়নি কেরালার দলকে। ডানদিক থেকে মার্ক জোথানপুইয়া ও নাওরেম মহেশ সিং বারবার আক্রমণে উঠে এলেও, নন্দাকুমারকে দেখে একেবারেই ফিট বলে মনে হয়নি। আনোয়ার আলি এসে যাওয়ায় ডিফেন্সের সমস্যা অনেকটা কাটিয়ে উঠেছে ইস্টবেঙ্গল। তবে গোলকিপার প্রভসুকান গিলের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠবে সমর্থকদের মনে।

দ্বিতীয়ার্ধে সহজ সুযোগ পেয়েও গোল করতে পারেননি দিমিত্রিয়স দিয়ামানতাকোস ।এর মধ্যেই আবার সবচেয়ে ভাল খেলা মহেশকে তুলে নেন কুয়াদ্রাত। তাঁর জায়গায় নামা পিভি বিষ্ণু ৬০ মিনিটে গোল করে এগিয়ে দেন। সন্দীপের ভুল থেকে বল পান নন্দাকুমার। পাস দেন দিমিত্রিয়স দিয়ামানতাকোস। দারুণ রান করেন বিষ্ণু। কেরলের ঘরের ছেলেকে দিয়েই গোল করান কেরলের প্রাক্তন স্ট্রাইকার। ফের দারুণ সুযোগ পেয়েছিলেন দিমিত্রিয়স। তবে তিনি সচিনকে একা পেয়েও দ্বিতীয় পোস্টে বল রাখতে পারেননি। যদিও ইস্টবেঙ্গলের সেলিব্রেশন বেশি সময় স্থায়ী হয়নি নোয়া সাদোইয়ের জন্য। ইনসাইড, আউটসাইড করে পেনাল্টি বক্সের ভেতরে ঢুকে বাঁ পায়ে দুরন্ত ফিনিস। প্রভসুকান গিলের পায়ের ফাঁকা দিয়ে গোল করে যান। এরপর পেপ্রা নামার পর ঝাঁজ বাড়ে কেরালার। তিনিই কেরালার হয়ে ২-১ করেন। এগিয়ে দেন দারুণ গোল করে। ক্যাপ্টেন সল ক্রেসপো মারাত্মক ভুল করে বসেন। সেখান থেকেই গোল খেয়ে যেতে হয় লাল-হলুদকে।  এক্ষেত্রেও গিলের ভুল নিয়ে আলোচনা হতে পারে। কারণ, তিনি সেই সময় যেখানে ছিলেন সেখানে বোধহয় কোনও গোলকিপারের থাকার কোথা নয়। পিছিয়ে পরেও বাকি সময়টা ডিফেন্ড করতে হয় ইস্টবেঙ্গলকে। একেবারে সাধারণ মানের ফুটবল আর অবাক করা স্ট্র্যাটেজি নিয়ে এবারেও সমস্যায় পড়তে হচ্ছে ইস্টবেঙ্গলকে।

আরও পড়ুন- দাবায় ইতিহাস গড়ল ভারতের পুরুষ এবং মহিলা দল


spot_img

Related articles

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...