Monday, August 25, 2025

মৎস্যজীবীদের পাশে অভিষেক, টর্নেডোয় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য়

Date:

আচমকা টর্নেডোর কবলে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে আট মৎস্যজীবীর। হারউড পয়েন্টের (Harwood point) সেই হতভাগ্য পরিবারগুলির পাশে দাঁড়ালেন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। লোকসভা নির্বাচনের আগে মথুরাপুর লোকসভা কেন্দ্রের মানুষের পাশে থাকার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক, সেই প্রতিশ্রুতি থেকে যে তিনি সরে আসেননি, এদিন তারও নিদর্শন রাখলেন তিনি।

কাকদ্বীপের মৎস্যজীবীদের একটি ট্রলার টর্নেডোর (tornedo) কবলে পড়ে ডুবে যায়। জালের কারণে ভিতরেই আটকে পড়ে মৃত্যু হয় আটজনের। রবিবার সেই মৎস্যজীবীদের দেহ উদ্ধার করা হয়। স্বজন হারিয়ে কান্নায় ভেঙে পড়েন মৃত মৎস্যজীবীর পরিবারের সদস্যরা। দেহ উদ্ধারের সময় উপস্থিত ছিলেন মথুরাপুরের (Mathurapur) সাংসদ বাপি হালদার (Bapi Halder), সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও-সহ পুলিশ আধিকারিকরা। সন্ধ্যায় ফের মৎস্যজীবীদের পরিবারের সঙ্গে দেখা করতে তাঁদের বাড়িতে যান বাপি হালদার।

এলাকার সাংসদের হাতেই মৎস্যজীবী পরিবারের জন্য আর্থিক সাহায্য় পাঠান তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক। স্বজন বা পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্যকে মর্মান্তিকভাবে হারানো পরিবারগুলির জন্য কিছুটা স্বস্তি তুলে দেন তিনি বাপি হালদারের হাত দিয়ে। মৃত মৎস্যজীবীদের অন্তেষ্টি থেকে পরিবারগুলির খানিকটা স্থিতাবস্থা ফিরে পাওয়া পর্যন্ত যাতে পরিবারগুলি অন্তত আর্থিক সমস্যায় না পড়ে তার দিকে দৃষ্টি দিয়ে এই সাহায্য তুলে দেন অভিষেক (Abhishek Banerjee)। তাঁর পাঠানো সাহায্য় সাংসদ বাপি রবিবার তুলে দেন পরিবারগুলিকে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version