Wednesday, November 5, 2025

শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচিত অনুরা দিস্সনায়েকে, শুভেচ্ছা নরেন্দ্র মোদির

Date:

দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার প্রথম বামপন্থী রাষ্ট্রপতি নির্বাচিত হলেন অনুরা দিস্সনায়েকে (Anura Kumara Dissanayake)। সংখ্যাগরিষ্ঠতার মাত্রা সরাসরি পার করতে না পারলেও সর্বোচ্চ ভোটের ভিত্তিতে তিনি রাষ্ট্রপতি ঘোষিত হন। তাঁর নির্বাচনের পরই ভারতের পক্ষ থেকে হাই কমিশনার (High Commissioner) সন্তোষ ঝা তাঁর সঙ্গে দেখা করে অভিনন্দন জানান। দিস্সনায়েকেকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi)।

রবিবার শ্রীলঙ্কার (Srilanka) নির্বাচনের কমিশনের নির্দেশে দ্বিতীয়বার গণনায় জয়ী ঘোষিত হন অনুরা। তাঁর প্রাপ্ত ভোট শতাংশ ৪২.৩। দুর্নীতির ইস্যুতে নির্বাচনী প্রচার চালানো অনুরাকেই বেছে নেন সিংহলীরা। জয়ের পরে তিনি গোটা দেশে ঐক্যের বার্তা দেন। তাঁর কথায়, এই জয় দীর্ঘ বছরের সিংহলী, তামিল, মুসলিম এবং শ্রীলঙ্কায় বসবাসকারী সব সম্প্রদায়ের লড়াইয়ের ফসল। সেই সব সম্প্রদায় একজোট হওয়ার কারণেই এই জয় সম্ভব হয়েছে বলে তিনি দাবি করেন।

শ্রীলঙ্কার প্রধান বিরোধী দলনেতা সাজিথ প্রেমদাসা নির্বাচনে দ্বিতীয় স্থানে লড়াই শেষ করেন। তাঁর প্রাপ্ত ভোট ৪০ শতাংশ। তবে শ্রীলঙ্কার তামিলদের সর্বোচ্চ ভোট তিনিই পেয়েছেন। অন্যদিকে তিন নম্বর স্থানে বিদায়ী রাষ্ট্রপতি রনিল বিক্রমসিঙ্ঘে (Ranil Wikramasinghe) থাকলেও তাঁর প্রাপ্ত ভোট শতাংশ খুব কম।

রাষ্ট্রপতি ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) শুভেচ্ছা জানান অনুরাকে। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “ভারতের নেবারহুড ফার্স্ট (Neighbourhood First) নীতি ও ভিশন সাগর (Vision SAGAR) নীতিতে বিশেষ স্থান জুড়ে রয়েছে শ্রীলঙ্কা। আমাদের বহুমুখী সহযোগিতাকে আরও মজবুত করার জন্য আমি নিবিড়ভাবে অপেক্ষা করছি যাতে আমাদের দেশের মানুষের ও গোটা এলাকার উন্নতিতে ভূমিকা নেবে।” সম্প্রতি চিনের সঙ্গে ভারতের দ্বন্দ্বের প্রেক্ষিতে শ্রীলঙ্কায় নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার দিনই নরেন্দ্র মোদির এই বার্তা কার্যত চিনকে সতর্কবার্তা বলে রাজনৈতিক মহলের ধারণা।

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version