Thursday, August 21, 2025

সোমে বর্ধমানে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বীরভূমে পর্যালোচনা

Date:

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে নিজে জেলায় জেলায় ঘুরছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই পরিস্থিতিতে অন্যতম ক্ষতিগ্রস্ত দুই জেলা পূর্ব বর্ধমান (East Burdwan) ও বীরভূম (Birbhum) সফরে সোমবারই যাচ্ছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের সঙ্গে বৈঠকের পাশাপাশি এলাকা দুর্গাপুরেও যাবেন তিনি। মঙ্গলবার বীরভূমে গিয়ে প্রশাসনিক বৈঠক ও এলাকা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে তাঁর। অন্যদিকে মঙ্গলবারই জেলায় ফেরার কথা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। সেক্ষেত্রে তৃণমূল জেলা সভাপতির সঙ্গেও দেখা হতে পারে দলের নেত্রীর।

দামোদর নদে ডিভিসির (DVC) প্রচুর পরিমাণে ছাড়া জলে এবং অতিরিক্ত বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের বেশ ক’টি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পূর্ব বর্ধমান জেলার বেশ কয়েকটি ব্লকেও এর প্রভাব পড়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ডিভিসির ছাড়া জলে জামালপুর, রায়না ১ ও ২, খণ্ডঘোষ, গলসি ১ ও ২ ব্লকের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। কালনা মহকুমার কিছু এলাকাও জলমগ্ন হয়। দামোদর ও মুণ্ডেশ্বরীতে বেশ কয়েকটি জায়গায় বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় সবচেয়ে ক্ষতির মুখে পড়ে জামালপুর ব্লক। দেবখালের বাঁধ ভেঙে প্লাবিত হয় রায়না ২ ব্লকের গোতান ও বড়বৈনান পঞ্চায়েতের বেশ কিছু এলাকা।

মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রী অরূপ বিশ্বাস ও মানস ভুঁইয়া পূর্ব বর্ধমানে বন্যা পরিস্থিতি পরিদর্শন করে রিপোর্ট পেশ করেন। এবার সেখানে ত্রাণ, নিরাপত্তা ও ক্ষতিগ্রস্তদের সাহায্য নিয়ে পর্যালোচনা বৈঠক করতে নিজে সোমবার বর্ধমান যাচ্ছেন মুখ্যমন্ত্রী। জেলাশাসকের নতুন ভবনের একতলায় মুখ্যমন্ত্রীর এই বৈঠক হবে। এরপর তিনি যাবেন দুর্গাপুরে।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী যাবেন বীরভূমের বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক করতে। বোলপুরে দুপুরে প্রশাসনিক বৈঠক করবেন। মঙ্গলবার জেলায় ফেরার কথা তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। সেক্ষেত্রে দলীয় স্তরে কোনও বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুব্রতর সাক্ষাতের সম্ভাবনাও রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version