Friday, August 22, 2025

বেনজির, মাত্র এক ঘণ্টার বিচারে দুই মহিলার মৃত্যুদণ্ড কার্যকর উত্তর কোরিয়ায়!

Date:

পারমাণবিক শক্তিসমৃদ্ধ দেশ উত্তর কোরিয়া। মাত্র এক ঘণ্টায় বিচার শেষ করা হয়েছে । একই দিনে দুই মহিলার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

রি (৩৯) এবং কেং (৪৩) নামের এই দুই মহিলাকে গত ৩১ অগাস্ট একটি মার্কেটে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রকাশ্যে তাদের বিরুদ্ধে বিচার করা হয়। আর এই বিচার প্রক্রিয়া শেষ করা হয় মাত্র এক ঘণ্টার মধ্যে! এরপর ওইদিন তাদের দণ্ড কার্যকর করা হয় বলে জানা গিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই বিচার প্রক্রিয়া দেখেছেন শত শত সাধারণ মানুষ ও মার্কেটের দোকানিরা। এই দুইজনের বিরুদ্ধে অভিযোগ, তারা চিনে থাকার সময় উত্তর কোরিয়ার নাগরিকদের দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যেতে সাহায্য করেছেন।

২০২৩ সালের অক্টোবরে উত্তর কোরিয়ার ৫০০ নাগরিককে জোর করে নিজের দেশে ফেরত পাঠায় চিন। ওই ৫০০ জনের মধ্যে রি এবং কেংও ছিলেন।একই অভিযোগে আরও ৯ মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আসলে উত্তর কোরিয়ার কোনও নাগরিক যদি দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বা অন্যকে পালাতে সাহায্য করেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

জানা গিয়েছে, যে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তারা নিজে প্রথমে চিনে গিয়েছিলেন। সেখানে অসাধু ব্যক্তিদের খপ্পরে পড়েন এবং তাদের দেহব্যবসায় বাধ্য করা হয়। সেখানে কাজ করা কয়েকজন মহিলা দক্ষিণ কোরিয়ায় যাওয়ার আগ্রহ দেখালে অভিযুক্তরা সাহায্য করেন।

 

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version