শিশুকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করার অভিযোগে গ্রেফতার হলেন নদিয়ার এক বিজেপি বুথ সভাপতি। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ। ঘটনায় যথারীতি মুখে কুলুপ এঁটেছে বিজেপি নেতৃত্ব। বিজেপির নীরবতা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি নদিয়ার তৃণমূল নেতৃত্ব।

শান্তিপুর থানার হরিপুর এলাকার সাড়ে তিন বছরের এক শিশুকে নিজের বাড়িতে ডাকেন বিজেপির হরিপুরের বুথ সভাপতি মনোরঞ্জন হালদার। শিশুর পরিবার তাঁর পূর্ব পরিচিত ছিল। সেই ভরসায় পরিবারের লোকেরা শিশুটিকে তাঁর সঙ্গে ছেড়ে দেন। সেই সময় বিজেপি নেতার বাড়ি ফাঁকা ছিল। পরে বাড়ি ফিরে শিশুটি কাঁদতে থাকে। তখনই সন্দেহ হয় পরিবারের। জিজ্ঞাসাবাদ করে যৌন নিগ্রহের ঘটনাটি জানতে পারে শিশুর পরিবার। এরপর তাঁরা শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশ তদন্তে নেমে বাড়ি থেকে মনোরঞ্জন হালদারকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে পকসো ধারা মামলা রুজু হয়েছে। নদিয়া জেলা তৃণমূল সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় দাবি করেন, ৬৫ বছরের বিজেপি বুথ সভাপতি নির্মমভাবে শ্লীলতাহানি করেছে। এই রকম পৈশাচিক ঘটনার পরও বিজেপি (BJP) নেতারা পথে নামেনি। তৃণমূলের (TMC) পক্ষ থেকে আন্দোলনে নামা হয়েছে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে। গোটা জেলা জুড়ে এই ঘটনার প্রতিবাদ করা হবে বলে জানান তিনি।
