Saturday, December 20, 2025

৩৫ হাজারের টিকিট ৭ লাখে! মুম্বইয়ে কোল্ডপ্লে-র টিকিটে লাগামছাড়া কালোবাজারি

Date:

Share post:

দীর্ঘ ৯ বছর পর ভারতে আসছে ব্রিটিশ রক ব্যান্ড ‘কোল্ডপ্লে’ (Coldplay)। আগামী ১৮ জানুয়ারি হবে কনসার্ট। আসর বসবে মুম্বইতে (Mumbai)। আর সেই উপলক্ষ্যে রবিবার ২২ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে শুরু হয় টিকিট বুকিং। তবে বুকিং শুরু হতেই টিকিট বিক্রি নিয়ে উঠে এল কালোবাজারির (black) অভিযোগ। ৩০-৩৫ হাজারের টিকিট ৩ থেকে ৭ লক্ষ টাকায় বিক্রির বিজ্ঞাপন দেওয়া হচ্ছে অনলাইনে।

রবিবার দুপুর ১২টা থেকে ‘কোল্ডপ্লে’র অনুষ্ঠানের টিকিট বুকিং শুরু হয় টিকিট বিক্রিকারী সংস্থা ‘বুক মাই শোয়ে’ (Book My Show)। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিক্রি হয়ে যায় সব টিকিট। ‘বুক মাই শো’-এর ওয়েবসাইটও কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু এরপর অন্য এক প্ল্যাটফর্মে চড়া দামে টিকিট রিসেলের (Resale) অভিযোগ ওঠে। যদিও আনুষ্ঠানিক ভাবে ওই শোয়ের টিকিট বিক্রির অনুমোদন এক মাত্র বুক মাই শো-এর কাছেই ছিল। কিন্তু তারপরেও কোল্ডপ্লের শোয়ের ৩৫ হাজার টিকিট ভায়াগোগোর মতো প্ল্যাটফর্মের ওয়েবসাইটে তিন লক্ষ থেকে সাত লক্ষ টাকায় বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে ইতিমধ্যেই বিবৃতি জারি করেছে বুক মাই শো। যেখানে লেখা হয়েছে, “আমাদের নজরে এসেছে যে অনুমোদনবিহীন প্ল্যাটফর্মগুলি ভারতে কোল্ডপ্লে (Coldplay) শোয়ের টিকিট বিক্রি করছে টিকিট বিক্রি হয়ে যাওয়ার পরেও। এই সব টিকিট অবৈধ। ভারতে এ ভাবে টিকিট বিক্রি করা বেআইনি এবং শাস্তিযোগ্য।” যদিও কোল্ডপ্লে অনুরাগীর দাবি, বুক মাই শোয়ের জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে। উল্লেখ্য আগামী ১৮ এবং ১৯ জানুয়ারির শোয়ের পর ২১ জানুয়ারি তৃতীয় শো করবে গ্র্যামি-জয়ী (Grammy awards) রক ব্যান্ড কোল্ডপ্লে। আন্তর্জাতিক ব্যান্ডের কনসার্ট নিয়ে উন্মাদনা ছিল তবে এবার টিকিট বিক্রি নিয়ে শুরু হল বিতর্ক।

spot_img

Related articles

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...