আর জি কর আর্থিক বেনিয়ম: ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে সন্দীপ

সওয়ালের পরিপ্রেক্ষিতে আলিপুরের বিশেষ সিবিআই আদালত (Special CBI Court) চারজনের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত মঞ্জুর করে

আর জি করের খুন-ধর্ষণের মামলায় কচ্ছপ গতিতে এগোলেও আর্থিক অসঙ্গতির তদন্ত নিয়ে খুব আগ্রহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের (CBI)। এই তদন্তে অগ্রগতির কথা মাথায় রেখে এবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandeep Ghosh) ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজত মঞ্জুর করল বিশেষ সিবিআই আদালত। সন্দীপের সঙ্গে আরও চারজনের বিচার বিভাগীয় হেফাজত (judicial custody) মঞ্জুর হয় সোমবার।

আর্থিক বেনিয়মের মামলায় সন্দীপ ঘোষের পাশাপাশি দুই ব্যবসায়ী সুমন হাজরা ও বিপ্লব সিংহকে গ্রেফতার করেছিল সিবিআই। সেই সঙ্গে গ্রেফতার হয় সন্দীপের দেহরক্ষী আসগর আলিও। চারজনই বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন। তাঁদের যে ইলেক্ট্রনিক ডিভাইস (electronic device) সিবিআই বাজেয়াপ্ত করেছিল তার পরীক্ষা চলছে। সেরকম ১৮ টি ডিভাইসের তথ্য সংগ্রহ করে আর্থিক বেনিয়মের তদন্ত চালানো হচ্ছে বলে সোমবার আদালতে দাবি করে সিবিআই (CBI)।

এই পরিস্থিতিতে অভিযুক্তদের ছেড়ে দিলে তদন্তে সমস্যা হবে, কারণ সন্দীপের বিরুদ্ধে আগেই তদন্তে অসহযোগিতার অভিযোগ এনেছিল সিবিআই। সেই সঙ্গে এরা বাইরে বেরোলে তদন্ত ও সাক্ষী প্রভাবিত করতে পারে, বলে আদালতে দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সওয়ালের পরিপ্রেক্ষিতে আলিপুরের বিশেষ সিবিআই আদালত (Special CBI Court) চারজনের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত মঞ্জুর করে।