Friday, August 22, 2025

ভারত প্রীতি নয়, নিজেদের ‘ভাঁড়ার’ ভরতে ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ সরকার!

Date:

Share post:

পদ্মা পাড় থেকে ইলিশ আসছে এদেশে, নেপথ্যে ভারত প্রীতি নাকি অভাবের টান? বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকার পুজোর আগেই ৩ হাজার টন রুপোলি শস্য এদেশে পাঠানোর কথা জানাতেই শুরু হয়েছে নানা আলোচনা। হাসিনা পরবর্তী অস্থির পড়শি রাষ্ট্রের নাগরিকদের ইলিশ না খাইয়ে রফতানির সিদ্ধান্ত নেওয়া হবে না বলে যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল, আচমকাই তাতে বদল। ইলিশ (হিলসা)আসছে ভারতে, কারণ বাংলাদেশের ভাঁড়ারে টান পড়েছে। ডলারের দরকার, তাই কোন রকম রাগঢাক না করেই বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং জলসম্পদ মন্ত্রকের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাফ জানিয়ে দিলেন যে নিজেদের স্বার্থেই বাংলাদেশ ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে (Bangladesh sending Hilsa for Dollar)।

প্রতিবছরই প্রায় দুর্গাপুজোর (Durga Puja) আগে ১০ সেপ্টেম্বরের মধ্যে এদেশে ঢোকে বাংলাদেশের ইলিশ (Bangladesh Hilsa)। কিন্তু দিন কয়েক আগে ভারতের ‘ফিশ ইম্পোর্টাস অ্যাসোসিয়েশন’ এর (Fish Importers Association) তরফে জানানো হয় এ বছর তা এখনও আসেনি। উৎসবের মরসুমে ভারতে ইলিশ রফতানি বন্ধ রেখেছিল বাংলাদেশ। সে দেশের মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার (Farida Akhtar) জানান, “পশ্চিমবঙ্গের মানুষকে শারদীয়ার শুভেচ্ছা। কিন্তু দেশের মানুষকে বঞ্চিত করে ওপারে ইলিশ পাঠাতে পাঠাব না।“ তাঁর কথায়, বাংলাদেশের প্রত্যেক মানুষ যাতে ইলিশ মাছ কিনে খেতে পারেন, সে কারণেই এই সিদ্ধান্ত। শুধু ভারত নয়, কোনও দেশেই নাকি ইলিশ রফতানি করছে না বাংলাদেশ। তবে, বাংলাদেশের ইলিশের চাহিদা ভারতের মতো অন্য দেশে এতো নেই। এই কথা সিদ্ধান্ত জানার পরেও, এপার থেকে বাংলাদেশে ডিম পাঠানো হয়। তার পরই বাংলাদেশের অবস্থান বদল এবং পুজোর আগেই ৩ হাজার টন রুপোলি শস্য পাঠানোর ঘোষণা। আপাতদৃষ্টিতে বিষয়টা যতই সৌজন্যতা মনে হোক না কেন আসলে এর পেছনে লুকিয়ে রয়েছে এক গভীর রাজনীতি। আসলে আর্থিক ঘাটতি মেটাতে বাড়তি ডলারের আশায় ভারতে ইলিশ রফতানি করা হচ্ছে বলে স্বীকার করে নিয়েছেন বাংলাদেশের মন্ত্রী।

গত রবিবার বাংলাদেশ সরকারের তরফে দাবি করা হয়েছিল যে ইলিশ পাঠানোর জন্য ভারত বিশেষভাবে অনুরোধ করেছিল। সেজন্য নাকি কাঁটাতারের ওপারের বাণিজ্য মন্ত্রকের তরফে ভারতে ইলিশ পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু সোমবার বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং জলসম্পদ মন্ত্রকের উপদেষ্টা কার্যত স্বীকার করে নিয়েছেন যে উপহার হিসেবে নয়, বরং অর্থের বিনিময়ে ইলিশ পাঠানো হচ্ছে। ঢাকার যে এই মুহূর্তে ডলারের প্রয়োজন আছে, তা সকলেরই জানা। ভারতে ইলিশ রফতানি করলে যে পরিমাণ ডলার আসবে, তা আদতে বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে। তাই নিজেদের স্বার্থেই এদেশে ইলিশ পাঠাচ্ছে প্রতিবেশীর রাষ্ট্র।


spot_img

Related articles

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...