Saturday, November 15, 2025

তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর নন্দীগ্রামে! মারধর অন্তঃসত্ত্বাকে, গ্রেফতার ৫ বিজেপি কর্মী

Date:

এবার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল বিজেপির বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে। এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর করার অভিযোগ উঠল বিজেপি নেতাদের বিরুদ্ধে। পাশাপাশি তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম- ২ ব্লকের বয়াল দুই গ্রাম পঞ্চায়েতের রামচক গ্রামে। এই ঘটনায় মূল অভিযুক্ত বিজেপি নেতা সুনীল পাত্র ও তার সাগরেদ সহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানার পুলিশ।

বিজেপি তরফ থেকে রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে বারংবার প্রশ্ন তোলা হয়। কিন্তু সেই বিজেপি শাসিত নন্দীগ্রাম তথা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে একেবারে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন। জানা গেছে, রামচক গ্রামের বাসিন্দা তথা তৃণমূল কর্মী বিশ্বজিৎ পাত্রের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ রয়েছে স্থানীয় বিজেপি নেতা সুনীল পাত্রের। সোমবার রাত থেকেই বিশ্বজিতের বাড়িতে বারবার সুনীল পাত্র হুমকি দিচ্ছিল বলে অভিযোগ। মঙ্গলবার সকালে একেবারে দলবল নিয়ে সুনীল পাত্র বিজেপি কর্মী বিশ্বজিৎ পাত্রের বাড়িতে গিয়ে চড়াও হন। ইতিমধ্যে মারধরের ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে হাতে বাঁশ নিয়ে তৃণমূল কর্মী বিশ্বজিৎ এর বাড়ি ভাঙচুর করছে বিজেপির দুষ্কৃতীরা। সেই সময় বিশ্বজিতের মেয়ে ও জামাই বাধা দিতে গেলে তাকে ঘরের মধ্যে আটকে দেওয়া হয়। পাশাপাশি ওই সময় বিশ্বজিৎ পাত্রের অন্তঃসত্ত্বা পুত্রবধূ বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। অন্তঃসত্ত্বা বধুকে এভাবে মারধরের ঘটনায় বিজেপির ওপর নিন্দার ঝড় নেমে এসেছে সামাজ মহলে। পরে তাকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে রুখে দাঁড়ান বিশ্বজিতের স্ত্রী অলকা পাত্র। তিনি নন্দীগ্রাম থানায় গিয়ে অভিযুক্ত বিজেপি নেতা সুনীল পাত্রসহ তার সাগরেদদের নামে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তৎক্ষণাৎ তদন্তে নেমে পুলিশ সুনীল পাত্র সহ মোট পাঁচজনকে গ্রেফতার করে। ওই এলাকার বিধায়ক শুভেন্দু অধিকারী রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে বারবার রাজ্যের বিরুদ্ধে প্রশ্ন তোলেন। এবার তারই বিধানসভা কেন্দ্রে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল তারই দলের নেতার বিরুদ্ধে।

হলদিয়া মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম অধিকারী জানান, “খবর পেয়ে আক্রান্তদের উদ্ধার করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।” অভিযোগকারীনি অলকা পাত্র জানান, “রাজনৈতিক কারণে বারবার আমাদের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছিল। আগেও আমার স্বামীর ওপর হামলা চালিয়েছিল বিজেপি।”

আরও পড়ুন- শুভমনের সঙ্গে দুরন্ত ইনিংস, কোন মন্ত্রে সাফল্য পন্থের? ফাঁস করলেন ঋষভ নিজেই

নন্দীগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ জানান, “বিজেপি নেতা সুনীল পাত্র ও বিজেপি কর্মীরা পরিকল্পনা করে তৃণমূল কর্মী বিশ্বজিতের বাড়িতে হামলা এবং মারধর করে। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি। উপযুক্ত ব্যবস্থা না নিলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।” যদিও গোটা ঘটনায় মুখে কুলুপ এঁটেছে বিজেপি।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version