Saturday, May 3, 2025

ত্রাণের ত্রিপল চুরি! বিজেপি কর্মীর বিরুদ্ধে থানায় দলেরই পঞ্চায়েত প্রধান

Date:

গোটা দক্ষিণ বঙ্গ বানভাসি। ত্রাণ (relief) আর উদ্ধারকাজে দিন রাত এক করে পরিশ্রম করছেন রাজ্যের সরকারি কর্মী থেকে আধিকারিকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে জেলায় জেলায় ঘুরে ত্রাণ বিলি করেছেন। সেখানে সরকারি ত্রাণ চুরি করছেন বিজেপি কর্মীরা। আর সেই অভিযোগ করছেন খোদ বিজেপির পঞ্চায়েত প্রধান। হুগলির (Hooghly) বন্যাদুর্গতদের ত্রিপল থেকে খাবার সব চুরির অভিযোগ উঠল খানাকুলের (Khanakul) এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। থানাতে অভিযোগও দায়ের করেছেন সেই বিজেপি পঞ্চায়েত প্রধান।

প্রতি বছর ডিভিসির (DVC) ছাড়া জলে বানভাসি হয় হুগলির খানাকুল এলাকা। এবছর সেখানে পরিস্থিতি আরও ভয়াবহ। ধান্যঘড়ি পঞ্চায়েতে (Dhannoghori gram panchayat) প্রায় সব বাড়িই জলের তলায়। বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতের মানুষের জন্যও প্রচুর পরিমাণে ত্রাণ সরবরাহ হচ্ছে ব্লক অফিসের মাধ্যমে। পঞ্চায়েতের সদস্য ও প্রধানরা সেই ত্রাণ সংগ্রহের কাজ করছেন। এই পরিস্থিতিতেই পঞ্চায়েত প্রধান (panchayat chief) কার্তিক ঘোড়া অভিযোগ করেন তাঁর হাত থেকে ছিনিয়ে ত্রাণ নিয়ে চলে যায় বিজেপির অন্য কর্মীরা। এরপরই তিনি পুলিশের দ্বারস্থ হন।

প্রধান কার্তিকের দাবি, ব্লক অফিসে ত্রাণ সংগ্রহের জন্য যান তিনি। সেই সময় নির্মল মান্না সহ একাধিক বিজেপি কর্মী হঠাৎ সেখানে ঢুকে এসে ত্রাণ লুঠ করেন। তাঁর দাবি, ৮৭৫টি ত্রিপল, দু বস্তা চিড়ে, আট টিন গুড়, এক বস্তা গুড়ো দুধ, তিন বস্তা বিস্কুট ও পাঁচ বস্তা মুড়ি চুরি করে অভিযুক্তরা। খানাকুল থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ বিজেপি কর্মীদের বিরুদ্ধে তদন্ত শুরু করে।

প্রতি বছর মেদিনীপুর এলাকায় বন্যার ত্রাণ চুরির ব্যাপক অভিযোগ ওঠে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজেও ত্রিপল চুরিতে অভিযুক্ত। হুগলিতে রবিবার উদ্ধারকাজ ও ত্রাণ বিলির কাজ পরিদর্শনে যান মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant) নিজে। হুগলির সরকারি আধিকারিকদের দাবি, বিজেপির দুর্নীতির জন্যই মুখ্যসচিব (Chief Secretary) নিজে ত্রাণ বিলি পরিদর্শনে আসতে বাধ্য হন।

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...
Exit mobile version