ফের ট্রেন দুর্ঘটনা, নিউ ময়নাগুড়ি স্টেশনের কাছে লাইনচ্যুত মালগাড়ির পাঁচটি বগি!

মঙ্গলের সকালে উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (Train Accident in North Bengal)। লাইন থেকে ছিটকে গেল মালগাড়ি একের পর এক বগি! অসম থেকে NJP যাওয়ার পথে নিউ ময়নাগুড়ি স্টেশনের কাছে লাইনচ্যুত ট্রেনের ধাক্কায় উড়ে গেল একাধিক বৈদ্যুতিক খুঁটি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার দুমাসের মাথায় ফের মালগাড়ির বেলাইন হয়ে যাওয়ায় প্রশ্নের মুখে কেন্দ্রের নেতৃত্বাধীন ভারতীয় রেল (Indian Railways) পরিষেবা। দ্রুত ঘটনাস্থলে যাচ্ছেন আধিকারিকরা।

চলতি বছর জুন মাসে উত্তরবঙ্গের রাঙাপানিতে মালগাড়ির সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ সংঘর্ষের দু মাসের মাথায় রেল দুর্ঘটনা বাংলায়। রেল সূত্রে জানা যায় ময়নাগুড়ি স্টেশনে ঢোকার মুখেই ইঞ্জিন থেকে ছিটকে যায় বেশ কয়েকটি বগি। এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি। ট্রেন লাইনে একাধিক মালগাড়ির বগি ছড়িয়ে থাকায় ব্যাহত উত্তরবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থা। একাধিক ট্রেন বাতিল করা হয়েছে এবং বেশ কিছু দূরপাল্লার ট্রেনকে ঘুর পথে চালানো হচ্ছে। কীভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হবে বলে রেলের অন্তঃসারশূন্য আশ্বাস মিলেছে।