Sunday, November 9, 2025

গুলিতে মৃত বদলাপুর যৌন নিগ্রহে অভিযুক্ত! ‘এনকাউন্টার’ নিয়ে প্রশ্ন বিরোধীদের

Date:

পুলিশের গুলিতে মৃত্যু বদলাপুরে (Badlapur) শিশুদের যৌন নিগ্রহে অভিযুক্ত অক্ষয় শিণ্ডের। এনডিএ জোট সঙ্গীর রাজ্যে বিচার অধরাই থেকে গেল দুই খুদে স্কুল পড়ুয়ার। কীভাবে পুলিশের গাড়ির ভিতর পুলিশের বন্দুক ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটাতে পারে অভিযুক্ত, প্রশ্ন তুলেছে বিরোধীরা। সেই সঙ্গে গোটা ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য এনকাউন্টারের (encounter) ঘটনা সামনে আনা হয়েছে বলেও দাবি বিরোধীদের।

পুরো ফিল্মি কায়দায় পুলিশের বন্দুক ছিনিয়ে পুলিশের উপরই গুলি চালানোর অভিযোগ ওঠে অভিযুক্ত অক্ষয় শিণ্ডের বিরুদ্ধে। পাল্টা আত্মরক্ষায় অক্ষয়ের মাথাতেই গুলি চালায় পুলিশ, দাবি মহারাষ্ট্র পুলিশের ( Maharashtra police)। এখানেই বিরোধীদের প্রশ্ন হাতকড়া পরা অবস্থায় কীভাবে পুলিশের বন্দুক ছিনিয়ে নিতে পারে অভিযুক্ত। পুরো সিনেমার মতো ঘটনায় আহতও হয়েছেন এক পুলিশ কর্মী।

অগাস্টের মাঝামাঝি স্কুলের ভিতর দুই শিশুর যৌন নিগ্রহের (sexual assault) ঘটনায় উত্তাল হয়েছিল মহারাষ্ট্রের বদলাপুর। রেল অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন সাধারণ মানুষ। এই ঘটনায় মূল অভিযুক্ত অক্ষয় শিণ্ডেকে গ্রেফতার করা হলেও স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধেও সরব হন সাধারণ মানুষ থেকে বিরোধীরা। এনসিপি (শারদ গোষ্ঠী)র (NCP) (SP) নেতাদের দাবি, প্রথমে হঠাৎ সিসিটিভি (CCTV) ফুটেজ হারিয়ে যাওয়া ও পরে এনকাউন্টারে (encounter) অক্ষয়ের মৃত্যু নির্যাতিতাদের বিচার দিতে শিণ্ডে সরকারের অনিচ্ছাই প্রকাশ করে।

সম্প্রতি অভিযুক্তর স্ত্রী তার বিরুদ্ধে একটি যৌন নির্যাতনের অভিযোগ জানালে মহারাষ্ট্র ক্রাইম ব্রাঞ্চ নিজেদের হেফাজতে নিচ্ছিল অক্ষয়কে সোমবার। বিকালে গাড়িতে করে নিয়ে যাওয়ার সময়ই এই ঘটনা ঘটে। অক্ষয়কে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version