Wednesday, November 12, 2025

‘থ্রেট’ নিয়ে পাল্টা প্রশ্ন তুলে জবাব স্বরূপের, আর্জি “প্ররোচনা দেবেন না”

Date:

থ্রেট কালচার কোনটা? যাঁরা বলছেন, দেখে নেব, বুঝে নেব, সেগুলি কি থ্রেট নয়? দয়া করে প্ররোচনা দেবেন না। টলিউডের হেয়ার ড্রেসারের আত্মহত্যার চেষ্টার নিয়ে ওঠা বিতর্ক নিয়ে সোমবার সন্ধেয় এই মন্তব্য করলেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। একই সঙ্গে তিনি জানান, “একটি ঘটনা ঘটেছে আমরা সঙ্গে সঙ্গে সুরক্ষা বন্ধু কমিটি দুটি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) করেছেন তাদেরকে জানিয়েছি। গতকাল তাঁরা তাঁদের বাড়িতে গিয়েছিলেন এবং তিনি বলেছেন আমাদের সঙ্গে কথা বলবেন।” এই বিষয় নিয়ে উস্কানি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন স্বরূপ।

একই সঙ্গে স্বরূপ বিশ্বাস জানান, যে ঘটনাটি ঘটতে যাচ্ছিল সেটা দুর্ভাগ্যজনক ঘটনা। সেটি যাতে আর না হয় সেই ব্যবস্থা নিচ্ছে ফেডারেশন। ফেডারেশনের সভাপতি আশা রাখেন, যে ঘটনাটি ঘটেছে সেটি আলোচনার মাধ্যমেই সমাধান হবে। তাঁর অনুরোধ, এটা ইন্ডাস্ট্রি এখানে অনেক কলাকুশলীরা কাজ করতে আসেন। দয়া করে এমন পরিস্থিতি তৈরি করবেন না এবং কাউকে প্ররোচনা দেবেন না। স্বরূপ বিশ্বাস জানান, যে হেয়ার ড্রেসারকে নিয়ে কথা হচ্ছে তিনি এই মাসে কবে কবে কোথায় কাজ করেছেন সেই ডেটাও তাঁদের কাছে আছে।

টানা পাঁচমাস কাজ করতে না দেওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই হেয়ার ড্রেসার এমনটাই অভিযোগ। এই বিষয়ে এদিন বিকেলে পরিচালক তথা ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদেষ্ণা রায়ের সাংবাদিক বৈঠক করে বলেন, “কাজ না দিয়ে যেভাবে কোণঠাসা করা হয়েছিল ওকে, যার ফলে জীবন শেষ করতে চেয়েছিলেন। মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ও। মুখ্যমন্ত্রী নিজেও দিনকয়েক আগে একটি ঘটনায় বলেছিলেন কাউকে সাসপেন্ড করা যাবে না। তারপরেও একজন মেয়েকে প্রথম আড়াই মাস কর্মবিরতি, তারপর সাসপেন্ড করা হয়েছে। এরপর ফেডারেশন থেকে বলা হয়, ও কাজ করতে পারে। কিন্তু, যতটুকু কাজ সংগঠনের তরফে দেওয়া হবে ততটুকুই করতে পারবে। এটা মেনে নেওয়া কঠিন।”

সরাসরি এই অভিযোগের উত্তর না দিয়ে ফেডারেশনের সভাপতি জানান, “ফেডারেশন কাউকে কাজ দেয় না। আগে কলাকুশলীরা ২৭-২৮ ঘণ্টা কাজ করছেন। আর এখন সেই সময় কমিয়ে আনা হয়েছে। ফলে এইগুলি হয়তো কারও পছন্দ হচ্ছে না তাই হয়তো আমাকে দোষী করা হচ্ছে। এখানে সবাই সবার কাজ করে, ফেডারেশন কাউকে কাজ দেয় না এবং কারও কাজ কেড়েও নেয় না।”

আরও পড়ুন- ‘স্বার্থসিদ্ধির জন্য আন্দোলন’! জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য বিজেপি বিধায়কের

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version