হুমকি দিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার ২ পুলিশকর্মী! উদ্ধার টাকা

রক্ষকই ভক্ষক! তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন দুই পুলিশকর্মী। প্রায় ৪ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে বুধবার দুজনকে গ্রেফতার করল কড়েয়া থানার পুলিশ (Police)।পুলিশ (Police) সূত্রে খবর, সরকারি আধিকারিক পরিচয় দিয়ে গাড়ির চালককে ভয় দেখিয়ে প্রায় ৪ লক্ষ টাকা তোলাবাজি করেন কৌশিক ঘোষ ও মহম্মদ মন্টি নাম দুই পুলিশ কর্মী। মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই টাকা আদায় করা হয় বলে অভিযোগ। ধৃতদের থেকে ১ লক্ষ ৯৫ হাজার টাকা উদ্ধার হয়েছে।সূত্রের খবর, বালিগঞ্জ (Ballyganj) থেকে সরকারি আধিকারিক পরিচয় দিয়ে গাড়ি ভাড়া করেছিলেন কৌশিক ও মন্টি। অভিযোগ, চালককে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে ৪ লক্ষ টাকা দাবি করেন ২ পুলিশ কর্মী। ১ লক্ষ ৯৫ হাজার টাকা দিয়ে ছাড়া পান ওই চালক। মুক্তি পেয়ে পুলিশের দ্বারস্থ হয় চালকের পরিবার। তদন্তে নেমে গোয়েন্দা বিভাগে কর্মরত ওই ২ পুলিশকর্মী গ্রেফতার করে কড়েয়া থানার পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে টাকা উদ্ধার করে পুলিশ।