Wednesday, November 5, 2025

শুক্রবার কানপুর টেস্ট (Test) শুরু হবে।তার আগে চেন্নাই টেস্টে ভাল খেলার পুরস্কার পেলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। আইসিসি টেস্ট ক্রমতালিকায় ছয় নম্বরে উঠে এলেন ভারতের উইকেটকিপার ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নতুন যে ক্রমতালিকা প্রকাশ হয়েছে, তাতে  টেস্ট ব়্যাঙ্কিংয়ের(Test tanking) প্রথম দশে রয়েছেন তিন ভারতীয় ক্রিকেটার।কিন্তু সেই তালিকায় নেই বিরাট কোহলি।

আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে আছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট। ৮৯৯ রেটিং পয়েন্ট তাঁর। এই তালিকায় একধাপ উঠে পাঁচে পৌঁছেছেন টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। তাঁর রেটিং পয়েন্ট ৭৫১। ছয়ে থাকা পন্থের পয়েন্ট ৭৩১।দীর্ঘ দিন পর টেস্ট ক্রিকেটের আঙিনাতে ফিরে একই মেজাজে দেখা গিয়েছিল ঋষভকে।এই টেস্ট ক্রমতালিকায় ৫ ধাপ নেমে গিয়েছেন ভারত অধিনায়ক। ১০ নম্বরে থাকা রোহিত শর্মার(Rohit Sharma) পয়েন্ট ৭১৬।রোহিতের মতো বিরাট কোহলিরও(Virat koholi) আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় অবনতি হয়েছে। ৫ ধাপ নেমে যাওয়ার পর বিরাট পৌঁছে গিয়েছেন ১২ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৭০৯।

আসলে চেন্নাই টেস্টটা ভালো কাটেনি বিরাট, রোহিতের।তার প্রভাব আইসিসি ক্রমতালিকাতেও দেখা গেল। সামনেই ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। সেখানে বিরাট ভালো পারফর্ম করতে পারলে, আইসিসি টেস্ট ব্যাটারদের তালিকায় ফের তার উন্নতি হবে।চেন্নাই টেস্ট টিম ইন্ডিয়া জেতার পর আইসিসি ব়্যাঙ্কিংয়ে তাদের নামের পাশে পয়েন্ট ও স্থান বদল হয়েছে।চিপকে সেঞ্চুরি করা শুভমন গিলের অবশ্য উন্নতি হয়েছে। তিনি ৫ ধাপ উঠে ১৪ নম্বরে পৌঁছেছেন। তাঁর রেটিং পয়েন্ট ৭০১।এখন দেখার কানপুর টেস্টের(Kanpur test) পর কে কোন জায়গায় পৌঁছান।









Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version