হাঁড়ি দিয়ে জল আটকাবে? বন্যায় সুকান্তর বিভ্রান্তিকর মন্তব্যের পাল্টা কুণাল

আপনি রুটিন লোককে বলতে পারেন সতর্ক থাকো। কিন্তু ওই ভয়ঙ্কর জল ঢুকলে লোকে কী হাঁড়ি কলসি দিয়ে জল আটকাবে? এটা কোনও কাজের কথা?

কেন্দ্র সরকার বাংলার প্রতি বঞ্চনা ছাড়া আর কোনও পথই ভাবতে পারে না, বিজেপি নেতাদের প্রকাশিত ডিভিসির চিঠি নিয়ে আরও একবার কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা স্পষ্ট করে দিল তৃণমূল। বিজেপি নেতারা যেভাবে দাবি করেন জল ছাড়ার আগে ডিভিসি (DVC) চিঠি দিয়েছিল রাজ্যকে, তা যে আদতে কেন্দ্রের বঞ্চনাকেই প্রকাশ করছে তা তুলে ধরলেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। পাশাপাশি তিনি দাবি করেন যে মাস্টার প্ল্যানগুলো (master plan) করার কথা সেগুলো এড়িয়ে যাচ্ছে কেন্দ্রের সরকার।

ডিভিসির (DVC) জল ছাড়ার আগে à§§à§­ সেপ্টেম্বর রাজ্য সরকারকে যে চিঠি দিয়েছিল তা তুলে ধরে ডিভিসির বিপুল জল ছাড়াকে সমর্থন করার চেষ্টা করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। কিন্তু আদতে তাতে যে রাজ্যের দশটি জেলার মানুষের বানভাসি হওয়া কোনওভাবেই আটকানো যেত না, তা স্পষ্ট করে দেন কুণাল। তিনি দাবি করেন, “ডিভিসি খবর দিয়ে যে চিঠি দিয়েছিল তা রুটিন চিঠি। বিষয়টা এই বিপুল পরিমাণ জল ছাড়াটাই। আপনি খবর পেলেন আপনার এলাকায় বিপুল পরিমাণ জল ঢুকছে। আপনি রুটিন লোককে বলতে পারেন সতর্ক থাকো। কিন্তু ওই ভয়ঙ্কর জল ঢুকলে লোকে কী হাঁড়ি কলসি দিয়ে জল আটকাবে? এটা কোনও কাজের কথা?”

বিজেপির নেতারা এই পরিস্থিতিতে রাজনীতি করতে বা মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন বলে দাবি করেন কুণাল। তিনি বলেন, “বিজেপির সুকান্ত মজুমদার সম্পূর্ণভাবে বিভ্রান্ত করতে চাইছেন। মূল সমস্যা ডিভিসির (DVC) জল ছাড়া। মূল সমস্যা বাঁধের (dam) নাব্যতা না বাড়ানো, বাঁধের জল ধারণ ক্ষমতা না বাড়ানো। সমস্যা একসঙ্গে এতটা পরিমাণ জল ছাড়া। সমস্যা ঘাটাল মাস্টার প্ল্যানগুলোয় কেন্দ্রের সাহায্য দেওয়ার কথা। সেগুলো না করা। আধ ঘণ্টা আগে খবর পাচ্ছেন না আধ ঘণ্টা পরে তার সঙ্গে মূল সমস্যার কোনও সম্পর্কে নেই।”