কলাকুশলীদের সুবিধার্থে প্রযোজকদের জন্য নয়া বিধির প্রস্তাব EIMPA-র

ছবি প্রযোজনা করতে হলে সেই প্রযোজককে এবার থেকে ৫ লক্ষ টাকা ডিপোজিট হিসেবে রাখতে হবে ইম্পার (EIMPA) কাছে। টেকনিশিয়ানদের পাওনা টাকা আদায়ে এবার এই প্রস্তাব দিল টেকনিশিয়ানদের ফেডারেশন। বুধবার ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas) এই প্রস্তাব দিয়ে বলেন, টলিউডের (Tollywood) প্রযোজকদের একাংশের উদাসীনতায় কাজ করেও দিনের পর দিন পারিশ্রমিক পাচ্ছেন না টেকনিশিয়ানরা। অনেক প্রযোজকরাই ছবি শেষ হয়ে যাওয়ার পর মাস পেরিয়ে বছর কেটে গেলেও টেকনিশিয়ানদের পাওনা টাকা মেটাচ্ছেন না। অনেক প্রযোজকরা ছবি শেষ না করে মাঝপথে চলে যাচ্ছেন। ফলে টাকা পাচ্ছেন না টেকনিশিয়ানরা। এই অবস্থার পরিবর্তন দরকার। এদিন ইম্পার সদস্যদের সামনেই এই প্রস্তাব রাখেন স্বরূপ বিশ্বাস।স্বরূপ বিশ্বাস ছাড়াও এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ইম্পার (EIMPA) সভাপতি পিয়া সেনগুপ্ত (Piya Sengupta)-সহ অন্যান্য কর্তারা। বার্ষিক সাধারণ সভার শেষে ইম্পার নতুন কমিটি তৈরি হল।এই কারণে স্বরূপের প্রস্তাব, ছবি করতে গেলে প্রযোজকদের ৫ লক্ষ টাকা জমা রাখতে হবে। প্রয়োজনে সেই টাকা থেকে টেকনিশিয়ানদের বকেয়া মেটানো হবে। অভিযোগ ওঠে, ফেডারেশন নাকি জোর করে নিজেদের ইচ্ছে মতো টেকনিশিয়ান নিতে বাধ্য করে প্রযোজকদের। সেই অভিযোগ উড়িয়ে ফেডারেশন সভাপতি বলেন, এই অভিযোগ একেবারেই ঠিক নয়। তবে যাঁরা কম বাজেটে শর্ট ফিল্ম, ডকুমেন্টারি বা ইউটিউবে কাজ করতে চান তাঁদের জন্য আলাদা ব্যবস্থা করবে ফেডারেশন। তিনি বলেন, যাঁরা এ ধরনের কাজ করতে চান, তাঁদের বলবো, আমাদের কাছে আসুন। আমরা বাজেট বুঝে টেকনিশিয়ানদের ব্যবস্থা করে দেব। কোনও বাড়তি লোকের পারিশ্রমিক গুণতে হবে না সেই প্রযোজককে।