পুরীর প্রসাদ নিরাপদ? তিরুপতি-লাড্ডু বিতর্কের মাঝে পদক্ষেপ ওড়িশায়

পুরীর (Puri) মন্দিরের প্রসাদ নিয়ে প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে দেবতাদের উৎসর্গ করা ও ভক্তদের প্রসাদে ব্যবহৃত ঘিয়ের গুণমান পরীক্ষা করা হবে

বিতর্কে তিরুপতির (Tirupati temple) লাড্ডু। তার মাঝেই দেশের একাধিক বড় উপাসনার স্থানে প্রসাদের গুণমান নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছে রাজনীতিক থেকে মন্দির কর্তৃপক্ষগুলি। এবার সেই বিতর্কে মধ্যেই সচেতন পদক্ষেপের পথে পুরীর (Puri) জগন্নাথ মন্দির (Jagannatah Temple) কর্তৃপক্ষ।

পুরীর জগন্নাথ মন্দিরের প্রসাদ নিয়ে বড় সিদ্ধান্ত। এবার জগন্নাথ মন্দিরের প্রসাদ (prasad) তৈরিতে ব্যবহৃত ঘিয়ের গুণমান পরীক্ষার কথা জানিয়েছে ওড়িশা সরকার। পুরীর জগন্নাথ মন্দিরের প্রসাদের জন্য ঘি (ghee) সরবরাহ করে শুধু ওড়িশা মিল্ক ফেডারেশন (Odisha Milk Federation)।

তিরুপতির প্রসাদী লাড্ডু (laddu) ইস্যুতে সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। এই বিতর্কের মাঝে পুরীর জেলা কালেক্টর সিদ্ধার্থ জানিয়েছেন, পুরীর (Puri) মন্দিরের প্রসাদ নিয়ে প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে দেবতাদের উৎসর্গ করা ও ভক্তদের প্রসাদে ব্যবহৃত ঘিয়ের গুণমান পরীক্ষা করা হবে। যদিও এখনও পর্যন্ত পুরীর প্রসাদ নিয়ে কোনও অভিযোগ নেই। যারা প্রসাদ তৈরি করেন এ নিয়ে তাঁদের সঙ্গেও কথা বলা হবে বলে জানানো হয়েছে।