Friday, August 22, 2025

তিন মাসের মধ্যে নতুন সরকার গঠনের আশা করেছিল বাংলাদেশের (Bangladesh) মানুষ। আশা করেছিল দেশের বিরোধী দল বিএনপিও (BNP)। সেই আশায় জয় ঢেলে অন্তত এক বছরের মধ্যে সরকার গঠনের যে সম্ভাবনা নেই, জানালেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান (Waker-Uz-Zaman)। তাঁর দাবি আগামী দেড় বছরের মধ্যে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার গঠনে নির্বাচন হবে। সেই প্রক্রিয়ায় মহম্মদ ইউনুস পরিচালিত অন্তর্বর্তী সরকারকে (interim government) সব রকম সাহায্য করার প্রতিশ্রুতিও দেন তিনি।

বাংলাদেশের মানুষকে এখনও ১৮ মাস অপেক্ষা করতে হবে গণতন্ত্র ফিরে পেতে। অর্থাৎ ইউনুস (Mohammed Yunus) পরিচালিত অন্তর্বর্তী সরকার এখনও ১৮ মাস শাসন করবে বাংলাদেশ। ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও আওয়ামি লিগ (Awami League) নেতারা দাবি জানিয়েছিলেন তিন মাসের মধ্যে সরকার গঠনের। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকেও বিএনপি (BNP) নেতারাও তিন মাসের মধ্যে নির্বাচন চেয়েছিলেন। তবে অন্তর্বর্তী সরকার যে সে পথে হাঁটতে চায় না, স্পষ্ট হয়ে গেল সেনাপ্রধানের কথায়।

অগাস্টে দেশের ক্ষমতা বদলের সময়ে সেনাবাহিনী নিজেদের কোনও রকম পদক্ষেপ থেকে বিরত রাখলেও অন্তর্বর্তী সরকার গঠনের পরে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে চলেছে বাংলাদেশ সেনা। সেনার পেশাদারিত্ব রক্ষায় সব রকম ভূমিকা নেবেন বলে প্রতিশ্রুতি দেন ওয়াকার। তবে রাজনীতিতে হস্তক্ষেপ করবে না সেনাবাহিনী সেকথাও জানান ওয়াকার (Waker-Uz-Zaman)। ইউনুস (Mohammed Yunus) সরকারকে যে কোনও মূল্যে সাহায্য করার প্রতিশ্রুতিও দেন তিনি।

সেই সঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে নির্বাচন প্রক্রিয়া কবে হওয়ার সম্ভব, সেই প্রশ্নের উত্তরে ওয়াকার (Waker-Uz-Zaman) জানান এক বছর ছয় মাস সময় লাগবে নির্বাচন হতে। তিনি জানান, অন্তত এই সময় লাগবে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পূর্ণ করতে।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version