আগমনী শ্যুটিং হয়ে গেল লেন্স স্টুডিওতে। এই আগমনী শ্যুটের বিশেষ আকর্ষণ ছিলেন মিউজিক কম্পোজার মল্লার ঘোষ এবং তার সহধর্মীনী মল্লিকা ঘোষ। সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করেছিলেন স্নাপ স্টোরিজ এর কর্ণধার দোলা বন্দ্যোপাধ্যায়।শিপ্রাস মেকওভার এর শিপ্রা ঘোষের অনবদ্য মেক আপ এবং সৃষ্টির পোশাক ও গয়নায় দুজনেই হয়ে উঠেছিলেন আরও বেশি উজ্জ্বল।
ফটোগ্রাফিতে ছিলেন স্বয়ং দোলা বন্দ্যোপাধ্যায়।সহ ফটোগ্রাফার হিসেবে ছিলেন রেহান রহমান। মিডিয়ায় ছিলেন স্কাই ড্রিম চ্যানেল এবং 3এম এন্টারটেইনমেন্ট। এক কথায় বলতে গেলে সেদিনের সন্ধ্যা অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠেছিল।আয়োজক দোলা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি এই প্রথম বার এত সুন্দর করে শ্যুট করতে পেরে এবং সকলের সহযোগিতা পেয়ে আপ্লুত।
