Friday, November 7, 2025

দ্বিতীয় দফাতেও কাশ্মীরে ভোটদান কম, কূটনীতিকদের এনে নজর ঘোরানোর চেষ্টা

Date:

দ্বিতীয় দফার নির্বাচনেও ভোটারদের ভোটকেন্দ্রমুখী করতে ব্যর্থ নির্বাচন কমিশন (Election Commission of India)। প্রথম দফায় (first phase) যেভাবে দিনের শেষে ৬১.১৩ শতাংশ ভোট পড়েছিল, সেই পথেই দ্বিতীয় দফার নির্বাচন (second phase election)। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশের কূটনীতিকদের (diplomats) ‘কাশ্মীর নির্বাচন পর্যটনে’ এনে নজর ঘোরানোর চেষ্টা চালালো দিনভর কেন্দ্র সরকার। যদিও কেন্দ্রের এই উদ্যোগের সমালোচনায় মুখর ন্যাশানাল কনফারেন্স (NC) নেতা ওমর আবদুল্লা (Omar Abdullah)।

বুধবার জম্মু ও কাশ্মীরে (Jammu nad Kashmir) দ্বিতীয় দফার নির্বাচনে বিকাল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৫৪ শতাংশ। সব মিলিয়ে পাঁচ শতাংশ ভোট বাড়লেও তা প্রথম দফার থেকে কম হবে। এই দফায় নাশকতা প্রবণ একাধিক কেন্দ্র ও জেলায় নির্বাচন হয়েছে। সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ। সকাল থেকে ভোটদানের হার কম ছিল। শেষের দিকে দুপুরে রাজৌরি (Rajouri) বা সুরানকোট (Surankote) এলাকায় কিছুটা লাইন দিয়ে ভোটদানের আগ্রহ দেখা যায়।

এরই মধ্যে ১৫ দেশের কূটনীতিকদের (Diplomats) কাশ্মীর নির্বাচন ঘোরানোর ব্যবস্থা করে কেন্দ্র সরকার। প্রমাণ করার চেষ্টা করা হয় কাশ্মীর কত শান্তিপূর্ণ। তবে তাঁদের মূলত পিঙ্ক বুথ (pink booth) ও ডাললেকে (Dal Lake) ভাসমান বুথে ঘোরানো হয়। স্বাভাবিকভাবেই আমেরিকা, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, রোয়ান্ডা প্রভৃতি দেশের কূটনীতিকরা ভাসমান ভোটকেন্দ্রের প্রশংসা করেন।

যদিও কেন্দ্র সরকারের এই উদ্যোগের সমালোচনা করেন ওমর আবদুল্লা। তিনি জানান, কাশ্মীর নিয়ে কোনও দেশের কোনও কূটনীতিককে মন্তব্যই করতে দেয় না কেন্দ্রের সরকার। প্রকৃত কাশ্মীর নিয়ে বিশ্বের বাকি দেশের ধারণা অসম্পূর্ণই থেকে যায়। সেখানে এভাবে কূটনীতিকদের ভোটের সময় নিয়ে আসা দ্বিচারিতার সঙ্গে তুলনা করেন তিনি।

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...
Exit mobile version