Thursday, August 28, 2025

দ্বিতীয় দফাতেও কাশ্মীরে ভোটদান কম, কূটনীতিকদের এনে নজর ঘোরানোর চেষ্টা

Date:

দ্বিতীয় দফার নির্বাচনেও ভোটারদের ভোটকেন্দ্রমুখী করতে ব্যর্থ নির্বাচন কমিশন (Election Commission of India)। প্রথম দফায় (first phase) যেভাবে দিনের শেষে ৬১.১৩ শতাংশ ভোট পড়েছিল, সেই পথেই দ্বিতীয় দফার নির্বাচন (second phase election)। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশের কূটনীতিকদের (diplomats) ‘কাশ্মীর নির্বাচন পর্যটনে’ এনে নজর ঘোরানোর চেষ্টা চালালো দিনভর কেন্দ্র সরকার। যদিও কেন্দ্রের এই উদ্যোগের সমালোচনায় মুখর ন্যাশানাল কনফারেন্স (NC) নেতা ওমর আবদুল্লা (Omar Abdullah)।

বুধবার জম্মু ও কাশ্মীরে (Jammu nad Kashmir) দ্বিতীয় দফার নির্বাচনে বিকাল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৫৪ শতাংশ। সব মিলিয়ে পাঁচ শতাংশ ভোট বাড়লেও তা প্রথম দফার থেকে কম হবে। এই দফায় নাশকতা প্রবণ একাধিক কেন্দ্র ও জেলায় নির্বাচন হয়েছে। সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ। সকাল থেকে ভোটদানের হার কম ছিল। শেষের দিকে দুপুরে রাজৌরি (Rajouri) বা সুরানকোট (Surankote) এলাকায় কিছুটা লাইন দিয়ে ভোটদানের আগ্রহ দেখা যায়।

এরই মধ্যে ১৫ দেশের কূটনীতিকদের (Diplomats) কাশ্মীর নির্বাচন ঘোরানোর ব্যবস্থা করে কেন্দ্র সরকার। প্রমাণ করার চেষ্টা করা হয় কাশ্মীর কত শান্তিপূর্ণ। তবে তাঁদের মূলত পিঙ্ক বুথ (pink booth) ও ডাললেকে (Dal Lake) ভাসমান বুথে ঘোরানো হয়। স্বাভাবিকভাবেই আমেরিকা, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, রোয়ান্ডা প্রভৃতি দেশের কূটনীতিকরা ভাসমান ভোটকেন্দ্রের প্রশংসা করেন।

যদিও কেন্দ্র সরকারের এই উদ্যোগের সমালোচনা করেন ওমর আবদুল্লা। তিনি জানান, কাশ্মীর নিয়ে কোনও দেশের কোনও কূটনীতিককে মন্তব্যই করতে দেয় না কেন্দ্রের সরকার। প্রকৃত কাশ্মীর নিয়ে বিশ্বের বাকি দেশের ধারণা অসম্পূর্ণই থেকে যায়। সেখানে এভাবে কূটনীতিকদের ভোটের সময় নিয়ে আসা দ্বিচারিতার সঙ্গে তুলনা করেন তিনি।

Related articles

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...
Exit mobile version