সরকারি হাসপাতালের ওয়ার্ডে বহিরাগতদের আটকানোর পাশাপাশি কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা জোরদার করতে কলকাতার সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বেসরকারি নিরাপত্তারক্ষীদের (Security Guard) প্রশিক্ষণ দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতা পুলিশের আধিকারিকদের দিয়েই তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। রাজ্য স্বরাষ্ট্র দফতরের কাছ থেকে নির্দেশ পাওয়ার পরে কলকাতা পুলিশের (Kolkata Police) যুগ্ম কমিশনার সদর মিরাজ খালিদ কলকাতার সব থানার OC, DC এবং যুগ্ম কমিশনারদের এক লিখিত নির্দেশিকা জারি করেছেন। কলকাতার সব সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Medical College And Hospital) বেসরকারি নিরাপত্তা রক্ষীদের ধাপে ধাপে প্রশিক্ষণ দেবে কলকাতা পুলিশ। আপাতত ঠিক হয়েছে, প্রথম পর্যায়ে তাঁদের ৩ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। কলকাতা পুলিশের দুই যুগ্ম কমিশনার এবং একজন ডেপুটি কমিশনারকে এই প্রশিক্ষণের খুঁটিনাটি তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজ্য পুলিশের এলাকায় সমস্ত সরকারি হাসপাতালে পুলিস ফাঁড়ি নেই। কিন্তু কলকাতা শহরের মেডিক্যাল কলেজগুলির মাথায় অ্যাসিস্ট্যান্ট কমিশনার (ডিএসপি) পদমর্যাদার ও সরকারি হাসপাতালে ইনসপেক্টর পদমর্যদার অফিসারের নেতৃত্বে পুলিশ ফাঁড়ি রয়েছে। এমনকী, যে আর জি কর নিয়ে এত বিতর্ক, সেখানেও অ্যাসিস্ট্যান্ট কমিশনার (ডিএসপি) পদমর্যাদার অফিসারের নেতৃত্বে একটি পুলিশ ফাঁড়ি রয়েছে। সাম্প্রতিক অতীতে কলকাতার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Medical College And Hospital) রোগী মৃত্যুর পর কয়েকটি তাণ্ডবের ঘটনার পর নিরাপত্তা সংক্রান্ত একাধিক পদক্ষেপ করা হয়েছিল। এবার শহরের সব মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থাকবেন কলকাতা পুলিশের ট্রেনিং প্রাপ্ত বেসরকারি নিরাপত্তারক্ষীরা।