Wednesday, November 5, 2025

মার্কিন মুলুকে ১০ দিনে ফের মন্দিরে হামলা, ‘হিন্দুস গো ব্যাক’ পোস্টার ঘিরে চাঞ্চল্য

Date:

আমেরিকায় নিউ ইয়র্কের পর এবার ক্যালিফোর্নিয়ায়।দশ দিনের ব্যবধানে ফের হিন্দু মন্দিরে বড়সড় হামলা। ১৬ সেপ্টেম্বর নিউ ইয়র্কে স্বামীনাথন মন্দিরে হামলা হয়। আর বুধবার হামলা হয়েছে ক্যালফোর্নিয়ার হিন্দু মন্দিরে। ভাঙুচুর চালানোর পাশাপাশি মন্দিরের দেওয়ালে ‘হিন্দুস গো ব্যাক’ পোস্টার সেঁটে দিল দুষ্কৃতীরা। ফলে এই আবহে স্থানীয় হিন্দুদের মধ্যে চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আমেরিকায় বসবাসকারী হিন্দুদের কাছে স্বামীনাথন মন্দির অন্যতম তীর্থস্থান। তাই মন্দিরে হামলার ঘটনা জানতে পেরে সে দেশের নানা প্রান্ত থেকে হিন্দুরা সেখানে জড়ো হন। এবিষয়ে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, একদল দুষ্কৃতী ‘হিন্দুরা দূর হটো’ পোস্টার লাগিয়ে মন্দির অপবিত্র করেছে। আমরা শান্তির জন্য ঘৃণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রার্থনা করেছি। অন্যদিকে এখনও পর্যন্ত পুলিশ নিশ্চিত হতে পারেনি কারা এই হামলার সঙ্গে জড়িত। তবে মন্দিরগুলির নিরাপত্তা বাড়ানো হয়েছে।

তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শিখদের উগ্রবাদী সংগঠন এই ঘৃণ্য হামলার সঙ্গে যুক্ত থাকতে পারে। যদিও এখনও কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। পূর্বে আমেরিকায় শিখ উগ্রবাদীরা ভারতীয় দূতাবাসে একাধিকবার হামলা চালিয়েছে। তাই এক্ষেত্রে শিখদের উগ্রবাদী সংগঠনের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে।









Related articles

বুধবার ভোরে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায় (Earthquake in Indonesia)। বুধবার রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.২। ইন্দোনেশিয়ার জিও-ফিজিক্স এজেন্সি BMKG...

নিম্নচাপের সম্ভাবনার মাঝেই রাজ্যে হিমেল পরশ, উত্তরে ঝকঝকে আকাশ দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস 

ভোররাতে ঘন কুয়াশা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সকাল থেকে হালকা হিমেল পরশ । অফিসিয়ালি শীত (Winter) আগমনের ঘোষণা হয়নি...

অনলাইন গেমিং বাতিল কেন, কেন্দ্রের হলফনামা চায় সুপ্রিম কোর্ট 

অনলাইনে কোনও টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যদি কেউ টাকা রোজগার করতে পারে তাহলে সেটাকে কেন জুয়া হিসেবে...

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...
Exit mobile version