Wednesday, August 27, 2025

আজ মহামেডানের সামনে চেন্নাইয়ান, তিন পয়েন্ট লক্ষ্য চেরনিশভের

Date:

আজ আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে মহামেডান স্পোর্টিং ক্লাব। প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। বৃহস্পতিবার প্রথম অ্যাওয়ে ম্যাচে নামচে সাদা-কালো ব্রিগেড। অ্যাওয়ে ম্যাচে তিন পয়েন্ট লক্ষ্য আন্দ্রে চেরনিশভের।

আইএসএল অভিষেকে প্রথম দুই ম্যাচ জিততে না পারলেও সবার মন জিতে নিয়েছে মহামেডান স্পোর্টিং। ময়দানের অন্যতম প্রধান প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে পয়েন্ট হাতছাড়া করে। এরপর দ্বিতীয় ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে ভাল ফুটবল খেলেও শেষ মুহূর্তের গোলে নিশ্চিত জয় মাঠে ফেলে আসে। তিন পয়েন্টের বদলে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় মহামেডানকে।

প্রথম অ্যাওয়ে ম্যাচের আগে সতর্ক মহামেডান কোচ। চেরনিশভ বললেন, ‘‘চেন্নাইয়ান ভাল দল। ওরা প্রথম ম্যাচ জিতেছে। আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। গত দুই ম্যাচের পারফরম্যান্স, মানসিকতা ধরে রাখতে হবে। অ্যাওয়ে ম্যাচ হলেও আমাদের স্বাভাবিক খেলা খেলতে হবে।’’ যোগ করেন, ‘‘আমার একটাই চিন্তা, এটাই আমাদের প্রথম অ্যাওয়ে ম্যাচ। সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা হতে চলেছে আমাদের। ম্যাচ চলাকালীন পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা, কৌশল বদল করতে হয়। আমাদের একটা কঠিন ম্যাচের জন্য তৈরি থাকতে হবে। ছেলেদের চাপ নিতে বারণ করেছি। তিন পয়েন্টের জন্যই খেলব।’’

পরপর দুই ম্যাচে শেষ মুহূর্তে গোল খাওয়া প্রসঙ্গে চেরনিশভ বলেন, ‘‘আমাদের ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত মনসংযোগ বজায় রাখতে হবে। ফুটবলারদের শারীরিক সক্ষমতা এখনও সেরা জায়গায় পৌঁছয়নি। ফলে এই সমস্যা হয়তো হচ্ছে। তবে আমরা দ্রুত আরও উন্নতি করব।’’

আরও পড়ুন- শুক্রবার ঘরের মাঠে লাল-হলুদের সামনে গোয়া, চোট-কাঁটা ইস্টবেঙ্গলে

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version