Thursday, August 21, 2025

আগামিকাল বাংলাদেশের বিরুদ্ধে কেমন হবে ভারতের প্রথম একাদশ? ধোঁয়াশা রাখল টিম ইন্ডিয়া

Date:

আগামিকাল কানপুরে দ্বিতীয় টেষ্ট। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে নামছে ভারতীয় দল। দুই ম্যাচের সিরিজে প্রথম টেস্ট জিতে ১-০ এগিয়ে রোহিত শর্মার দল। এই ম্যাচ জিতে নাজমুল হোসেন শান্তদের হোয়াইটওয়াশ করাই লক্ষ্য টিম ইন্ডিয়ার।

প্রথম টেস্ট হয়েছিল চেন্নাই-এ। দ্বিতীয় ম্যাচ কানপুর। কী হবে প্রথম একাদশ? যদিও এই নিয়ে ধোঁয়াশা রাখলেন ভারতের সহকারী কোচ অভিষেক নায়ার। তিনি জানিয়ে দিলেন, ম্যাচের দিন পিচ এবং আবহাওয়ার অপর নির্ভর করবে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ। এদিন ভারতের হয়ে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন নায়ার। নায়ার বলেন,” সত্যি বলতে আমি জানি না কোন পিচে খেলা হবে। দুটো পিচই ভাল দেখাচ্ছে। কানপুরে বরাবরই পিচ ভাল হয়। যদিও পিচে কতটা বল লাফাবে তা এখনও জানি না। যা পরিবেশ ও পিচ তাতে শুক্রবার সকালের আগে প্রথম একাদশ ঠিক করা যাবে না। টেস্টে আবহাওয়া বড় ভূমিকা নেয়। তাই শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলও হতে পারে। আশা করছি শুক্রবার আকাশে মেঘ থাকবে না। রোদ উঠবে। সে সব দেখেই আমরা সিদ্ধান্ত নেব।”

সূত্রের খবর, ভারত-বাংলাদেশ ম্যাচের জন্য কানপুরে কালো মাটির পিচ করা হয়েছে। আপাতত দু’টি পিচ তৈরি রাখা হয়েছে। তার মধ্যেই একটি পিচে খেলা হবে দ্বিতীয় টেস্ট। জানা যাচ্ছে, বৃহস্পতিবার অনুশীলনের ফাঁকে মাঠে গিয়ে দু’টি পিচই ভাল করে খতিয়ে দেখেছেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মা।

আরও পড়ুন- ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগে বড় ঘোষণা শাকিবের

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version