Monday, November 3, 2025

বিজেপির মানহানির অভিযোগ, শিবসেনার সঞ্জয়কে কারাদণ্ড দিয়েও জামিন মঞ্জুর!

Date:

বিজেপি ও সঙ্গীরাজ্যগুলিতে বারবার বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা মোদি জমানার একটা ট্রেন্ড। সেই ট্রেন্ড মেনে বিজেপির আনা মানহানির মামলায় শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) নেতা সঞ্জয় রাউতকে কারাদণ্ডের নির্দেশ দিয়েও জামিন মঞ্জুর করল মুম্বইয়ের মাজগাঁও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট।

বিজেপি নেতা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে বিপাকে শিবসেনা নেতা সঞ্জয় রাউত। মানহানি মামলায় ১৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় মুম্বই আদালত। পাশাপাশি জরিমানাও করা হয়েছে ২৫ হাজার টাকা। বিজেপি নেতা কিরীট সোমাইয়ার স্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগ ছিল শিবসেনা সাংসদের বিরুদ্ধে। বুধবার এই মামলায় সাজা ঘোষণা করেন বিচারক।

মুম্বইয়ের মীরা ভায়ান্ডার পুরসভার অধীনে পাবলিক টয়লেট নির্মাণ ঘিরে ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ করেছিলেন উদ্ধব শিবিরের নেতা। সেই অবমাননাকর মন্তব্যে কারণে মামলা দায়ের করেছিলেন মুম্বইয়ের বিজেপি নেতা কিরীট সোমাইয়ার স্ত্রী মেধা কিরীট। ২০২২ সালে এই মানহানির মামলা করা হয়। সেই মানহানি মামলাতেই এই সাজা ঘোষণা হয় সঞ্জয় রাউতের নামে। যদিও সাজা ঘোষণার পাশাপাশি সঞ্জয়কে উচ্চ আদালতে আপিল করার অনুমতি দেন বিচারক। সেই আপিলে সাজা মকুব ও জামিনের আবেদন করেন সঞ্জয়ের আইনজীবী। বিচারক জামিন মঞ্জুর করেন।

তবে আদালতের ঘোষণার পরে সঞ্জয় দাবি করেন তাঁকে বলির পাঁঠা বানানো হয়েছে। বরাবার বিজেপির অপশাসন ও দেশ জোড়া বিরোধীদের বঞ্চনার বিরুদ্ধে সরব শিবসেনার রাজ্যসভার সাংসদ। তাই মোদি সরকার সব দিক থেকে তাঁকে চাপে রাখার চেষ্টা করে। কিন্তু এভাবে তাঁর স্বর বন্ধ করা যাবে না। তিনি রায়ের বিরোধিতায় উচ্চ আদালতে যাওয়ার কথাও জানান।









 

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version