লক্ষ্য ৭৫ হিজবুল্লা ঘাঁটি, লেবাননে কীভাবে হামলা জানিয়ে দিল ইজরায়েল

পূর্ব লেবাননের বেকা (Bekaa) উপত্যকা ও দক্ষিণ লেবাননে হামলা চালানো হবে এরকম ৭৫টি ঘাঁটিতে, জানিয়েছে ইজরায়েল (Israel)

প্রতীকী ছবি

যতক্ষণ হিজবুল্লা নির্মূল না হবে ততক্ষণ লড়াই চালাবে ইজরায়েল (Israel)। ঘোষণা করে দিলেন ইজরায়েলের বিদেশমন্ত্রী ইজরায়েল কাট্জ (Israel Katz)। আমেরিকা ও সঙ্গী দেশগুলির যুদ্ধবিরতির অনুরোধও পত্রপাট খারিজ করে দিলেন প্রধানমন্ত্রী নেতনিয়াহু (Benjamin Netanyahu)। সেই সঙ্গে লেবাননের (Lebanon) ৭৫ হিজবুল্লা ঘাঁটিতে হামলার কথাও প্রকাশ্যে বলে দিল ইজরায়েল।

সাম্প্রতিককালে মধ্যপ্রাচ্যে একাধিক রক্তক্ষয়ী যুদ্ধের নমুনা থাকলেও ইজরায়েল-হিজবুল্লার এই সংঘর্ষ বিগত ২০ বছরের মধ্যে সবথেকে ভয়ঙ্কর বলে দাবি বিশ্ব রাজনীতিকদের। ২০০৬ সালের পরে এত ভয়ানক যুদ্ধ হয়নি যেখানে প্রথম তিন-চারদিনের মধ্যেই ৬০০ মানুষ প্রাণ হারিয়েছেন। হাজার হাজার লেবাননবাসীকে দেখা গিয়েছে সিরিয়ার (Syria) দিকে পালিয়ে যেতে। রাষ্ট্রসঙ্ঘের (United Nations) হিসাবে এই সংখ্যাটা ৯০ হাজার।

মূলত প্রাণ গিয়েছে লেবাননের (Lebanon) মানুষের। ইজরায়েলের পক্ষ থেকে উত্তর লেবাননের সাধারণ নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বহু পরিবার স্কুলে আশ্রয় নিয়েছে। ইজরায়েলের দাবি হিজবুল্লার (Hezbollah) ঘাঁটি খুঁজে খুঁজেই তাঁরা নির্দিষ্ট হামলা চালাচ্ছে। এবার পূর্ব লেবাননের বেকা (Bekaa) উপত্যকা ও দক্ষিণ লেবাননে হামলা চালানো হবে এরকম ৭৫টি ঘাঁটিতে, জানিয়েছে ইজরায়েল (Israel)। তিনদিনে ২০০০ এরকম ঘাঁটি ইতিমধ্যেই ধ্বংস করা হয়েছে বলে দাবি নেতানিয়াহুর দেশের।

তবে পাল্টা আঘাত হানতেও ছাড়েনি হিজবুল্লা (Hezbollah)। ইজরায়েলের দাবি অন্তত ৪৫টি মিসাইল ছোড়া হয়েছে টেল আভিভকে (Tel Aviv) লক্ষ্য করে। হিজবুল্লার দাবি, তারা মোস্সাদ (Mossad) গুপ্তচর সংস্থার ঘাঁটি ভাঙতেই হামলা চালিয়ে যাবে। টেল আভিভের এই ঘাঁটি ধ্বংস করার জন্য লাগাতার চলবে মিসাইল হামলা।