Monday, August 25, 2025

ডাক্তারদের আন্দোলনে গেরুয়া রাজনীতি বরদাস্ত নয়, ‘ধ.র্ষকের সমর্থক’ বিজেপিকে তুলোধনা WBJDF-এর

Date:

যাঁরা বিলকিসের অপরাধীদের মালা পরিয়ে বরণ করেন, হাথরস, কাঠুয়া, উন্নাওতে যাঁরা ধর্ষকদের পাশে দাঁড়ান, ডাক্তারদের আন্দোলনে (Junior Doctors Protest) তাঁদের অংশগ্রহণ বা হস্তক্ষেপ কোনভাবেই বরদাস্ত করা হবে না। বুধবার আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) সাংবাদিক বৈঠক করে স্পষ্ট জানিয়ে দিলেন জুনিয়র ডাক্তাররা। কার্যত নাম না করে বিজেপিকে (BJP) এক হাত নিয়ে তাঁরা বলেন, ধর্ষকের সমর্থনকারী দল এ রাজ্যের ক্ষমতা কুক্ষিগত করতে চিকিৎসকদের আন্দোলনকে ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহার করতে চাইছে। যেটা কোনভাবেই মেনে নেওয়া হবে না।

আর জি কর হাসপাতালে ট্রেনি ডাক্তারের মৃত্যুর ঘটনার পর থেকে বারবার ঘোলা জলে রাজনীতি করতে চেয়েছে পদ্মশিবির। কখনও টালা থানায় তালা ঝোলানোর হুমকি দিয়েছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), আবার কখনও আন্দোলনের পাশে থাকার নামে স্বার্থসিদ্ধি করার চেষ্টা করেছেন শুভেন্দু-অগ্নিমিত্রারা। লালবাজারে সামনে চিকিৎসকদের অবস্থান-বিক্ষোভে “গো ব্যাক” শুনতে হয়েছিল তমলুকের সংসদ প্রাক্তন বিচারপতি অভিযোগ গঙ্গোপাধ্যায়কে। আবার স্বাস্থ্য ভবনের সামনেও অগ্নিমিত্রা পালের সঙ্গেও একই ঘটনা ঘটে। ভোটের লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) পরাস্ত করতে না পেরে ডাক্তারদের আন্দোলনের মাধ্যমে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ তৈরি করার যে অপচেষ্টা করেছিল বিজেপি, তা নস্যাৎ হয়ে গেছে। বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে জুনিয়র ডাক্তারদের (Junior Doctors Protest)পাশে দাঁড়িয়ে তাঁদের সব দাবি মেনে নিয়েছেন তাতে মানবিক মমতার ভূমিকায় খুশী চিকিৎসকরা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস’ ফ্রন্টের তরফে ওই বৈঠকে ছিলেন দেবাশিস হালদার, অনিকেত মাহাতোর মতো পরিচিত মুখেরা। দেবাশিস বলেন, ‘‘রাজ্যের ক্ষমতা দখলের ক্ষুদ্র স্বার্থে বিভিন্ন রাজনৈতিক দল গোড়া থেকেই আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইছে। আমরা বার বার স্পষ্ট করে জানিয়েছি, হাথরস-কাঠুয়া-উন্নাওতে যাঁরা ধর্ষকদের মালা পরিয়েছেন, তাঁদের ক্ষমতা দখলের চক্করে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে দেব না। জনগণ দেবে না।’’এর পাশাপাশি জুনিয়র ডাক্তারদের নাম করে এই বিশেষ রাজনৈতিক দল ভুয়ো বার্তা ছড়িয়েছে বলেও অভিযোগ করে WBJDF। তাঁরা বলেন মহালয়া সকালে মৃত চিকিৎসকের নামে জুনিয়র ডাক্তাররা তর্পণ করবেন বলে যে খবর সোশ্যাল মিডিয়ায় (Social media) ঘোরাফেরা করছে তা মোটেও সত্যি নয়। এরকম কোন কর্মসূচির সঙ্গে তাঁরা জড়িত নন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভাজনের রাজনীতি করা হচ্ছে। WBJDF এই সবকিছুকে সমর্থন করে না।


Related articles

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...
Exit mobile version