Friday, January 9, 2026

সংসদের ২ স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদে কীর্তি ও দোলা

Date:

Share post:

তৃণমূলের ২ সাংসদ পাচ্ছেন সংসদের স্থায়ী কমিটির (Standing Committees) চেয়ারম্যানের পদ। রাসায়নিক ও সার মন্ত্রকের স্থায়ী কমিটির চেয়ারম্যান হচ্ছেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ (Kirti Azad)। আর বাণিজ্য মন্ত্রকের স্থায়ী কমিটির চেয়ারপার্সেন হচ্ছেন রাজ্যসভার সাংসদ দোলা সেন (Dola Sen)। দুজনেই তাঁদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করবেন বলে আশা।এর আগে অনেকবারই সংখ্যার জোরে সংসদের স্থায়ী কমিটিগুলিতে (Standing Committees) বিরোধীদের রাখেনি মোদি সরকার। তবে ২০২৪ লোকসভা নির্বাচনে কোনও মতে সরকার গঠন করেছে গেরুয়া শিবির। সংখ্যার জোরে প্রথমে লোকসভার স্পিকার ও পরে ডেপুটি স্পিকারের পদ দাবি করে বিরোধীরা। সেই দাবি কার্যকর না হলেও সংখ্যার বলে শাসকদলের উপর চাপ বজায় রাখছে অবিজেপি দলগুলি। আর অনেক স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ হাতছাড়া হচ্ছে বিজেপির।তৃতীয় মোদি সরকার গঠন হওয়ার পরে কেটে গিয়েছে ১০০ দিনের বেশি সময়। এর মধ্যে গঠন করা হয়নি সংসদীয় স্থায়ী কমিটি। এই বিষয়ে আগেই নিজেদের ক্ষোভ প্রকাশ করেছিল তৃণমূল (TMC)। পুরো বিষয়টি নিয়ে মোদি সরকার অহেতুক টালবাহানা করছে এবং লঙ্ঘিত হচ্ছে সংসদীয় পরম্পরা, এই যুক্তি তুলে রাজ্যসভার নেতা, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীকে চিঠি লিখেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়ান৷ চিঠি হাতে পাওয়ার পরেও সরকারের তরফে তৃণমূলের কোনও বর্ষীয়ান নেতাকে আমন্ত্রণ জানিয়ে সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ নিয়ে আলোচনা করা হয়নি৷ এই আবহে তৃণমূলের তরফে সাফ জানানো হয়, তারা কোনও সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ নিয়ে লালায়িত নয়। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা ৪১। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ তৃণমূলকে দেওয়া হলে সংসদীয় রীতি মানা হবে, সাফ জানানো হয়েছিল৷ তৃণমূলের এই অনড় অবস্থানের কাছে নতিস্বীকার করেই শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাণিজ্য ও রাসায়নিক ও সার মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ দুটি তুলে দেওয়া হয়েছে তৃণমূলের হাতে৷

সংসদ বিষয়ক মন্ত্রকের মন্ত্রী কিরেন রিজিজু তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েনের সঙ্গে দেখা করেন। স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়। বৈঠকেই সিদ্ধান্ত হয়, রাসায়নিক ও সার মন্ত্রকের স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ দেওয়া হবে কীর্তি আজাদকে। বাণিজ্য মন্ত্ররের স্থায়ী কমিটির চেয়ারপার্সেন হবেন রাজ্যসভার সাংসদ দোলা সেনের।

দোলা সেন তৃণমূলের পুরনো সৈনিক। দীর্ঘদিন ধরেই দলের হয়ে সংসদে লড়াই করেছেন তিনি। আর কীর্তি আজাদ এক সময় বিজেপিতেই ছিল। পরে পদ্ম ছেড়ে হাত ধরেই। কিন্তু কংগ্রেসর সঙ্গে মধুচন্দ্রিমাও শেষ হয়। ২০২১-এর নভেম্বরে যোগ দেন তৃণমূলে। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর থেকে তাঁকে প্রার্থী করে তৃণমূল। দিলীপ ঘোষের মতো বিজেপির হেভিওয়েটকে হারিয়ে সাংসদ হন প্রাক্তন ক্রিকেটর কীর্তি।









spot_img

Related articles

আইপ্যাক কাণ্ডে অভিযোগ দায়ের মুখ্যমন্ত্রীর

গতকাল সেক্টর ফাইভে আইপ্যাক এর অফিসে ইডি হানা, ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় লিখিত...

সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত

শুক্রবার সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে ১০- ১১ ডিগ্রি...

লজ্জা! এটাই বিজেপি নতুন ভারতের রূপ! সর্বশক্তি দিয়ে তোমাদের হারাবে তৃণমূল, গর্জন অভিষেকের

স্বৈরাচারের নির্লজ্জ সীমায় পৌঁছে গিয়েছে বিজেপি। অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। স্বৈরাচারী বিজেপি গণতন্ত্রের শেষটুকু উপড়ে ফেলে...

আজ মতুয়াগড়ে অভিষেক, রানাঘাটের রণসংকল্প সভার পর পুজো দেবেন ঠাকুরবাড়িতে 

'আবার জিতবে বাংলা' কর্মসূচিতে রাজ্যজুড়ে রণসংকল্প সভা করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার...