Sunday, November 2, 2025

সংসদের ২ স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদে কীর্তি ও দোলা

Date:

Share post:

তৃণমূলের ২ সাংসদ পাচ্ছেন সংসদের স্থায়ী কমিটির (Standing Committees) চেয়ারম্যানের পদ। রাসায়নিক ও সার মন্ত্রকের স্থায়ী কমিটির চেয়ারম্যান হচ্ছেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ (Kirti Azad)। আর বাণিজ্য মন্ত্রকের স্থায়ী কমিটির চেয়ারপার্সেন হচ্ছেন রাজ্যসভার সাংসদ দোলা সেন (Dola Sen)। দুজনেই তাঁদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করবেন বলে আশা।এর আগে অনেকবারই সংখ্যার জোরে সংসদের স্থায়ী কমিটিগুলিতে (Standing Committees) বিরোধীদের রাখেনি মোদি সরকার। তবে ২০২৪ লোকসভা নির্বাচনে কোনও মতে সরকার গঠন করেছে গেরুয়া শিবির। সংখ্যার জোরে প্রথমে লোকসভার স্পিকার ও পরে ডেপুটি স্পিকারের পদ দাবি করে বিরোধীরা। সেই দাবি কার্যকর না হলেও সংখ্যার বলে শাসকদলের উপর চাপ বজায় রাখছে অবিজেপি দলগুলি। আর অনেক স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ হাতছাড়া হচ্ছে বিজেপির।তৃতীয় মোদি সরকার গঠন হওয়ার পরে কেটে গিয়েছে ১০০ দিনের বেশি সময়। এর মধ্যে গঠন করা হয়নি সংসদীয় স্থায়ী কমিটি। এই বিষয়ে আগেই নিজেদের ক্ষোভ প্রকাশ করেছিল তৃণমূল (TMC)। পুরো বিষয়টি নিয়ে মোদি সরকার অহেতুক টালবাহানা করছে এবং লঙ্ঘিত হচ্ছে সংসদীয় পরম্পরা, এই যুক্তি তুলে রাজ্যসভার নেতা, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীকে চিঠি লিখেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়ান৷ চিঠি হাতে পাওয়ার পরেও সরকারের তরফে তৃণমূলের কোনও বর্ষীয়ান নেতাকে আমন্ত্রণ জানিয়ে সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ নিয়ে আলোচনা করা হয়নি৷ এই আবহে তৃণমূলের তরফে সাফ জানানো হয়, তারা কোনও সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ নিয়ে লালায়িত নয়। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা ৪১। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ তৃণমূলকে দেওয়া হলে সংসদীয় রীতি মানা হবে, সাফ জানানো হয়েছিল৷ তৃণমূলের এই অনড় অবস্থানের কাছে নতিস্বীকার করেই শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাণিজ্য ও রাসায়নিক ও সার মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ দুটি তুলে দেওয়া হয়েছে তৃণমূলের হাতে৷

সংসদ বিষয়ক মন্ত্রকের মন্ত্রী কিরেন রিজিজু তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েনের সঙ্গে দেখা করেন। স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়। বৈঠকেই সিদ্ধান্ত হয়, রাসায়নিক ও সার মন্ত্রকের স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ দেওয়া হবে কীর্তি আজাদকে। বাণিজ্য মন্ত্ররের স্থায়ী কমিটির চেয়ারপার্সেন হবেন রাজ্যসভার সাংসদ দোলা সেনের।

দোলা সেন তৃণমূলের পুরনো সৈনিক। দীর্ঘদিন ধরেই দলের হয়ে সংসদে লড়াই করেছেন তিনি। আর কীর্তি আজাদ এক সময় বিজেপিতেই ছিল। পরে পদ্ম ছেড়ে হাত ধরেই। কিন্তু কংগ্রেসর সঙ্গে মধুচন্দ্রিমাও শেষ হয়। ২০২১-এর নভেম্বরে যোগ দেন তৃণমূলে। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর থেকে তাঁকে প্রার্থী করে তৃণমূল। দিলীপ ঘোষের মতো বিজেপির হেভিওয়েটকে হারিয়ে সাংসদ হন প্রাক্তন ক্রিকেটর কীর্তি।









spot_img

Related articles

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...

শুভেন্দুর স্বাস্থ্য শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যা! নিরপেক্ষতা কোথায়? প্রশ্ন তৃণমূলের

জাতীয় মহিলা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিজেপির নির্দেশ মেনে ও রাজনৈতিক স্বার্থে কাজ করছে...