Thursday, August 28, 2025

শহরের গুরুত্বপূর্ণ এলাকায় জমায়েতে ‘না’, কলকাতা পুলিশের নির্দেশে আদালতে বামেরা!

Date:

আর জি কর নিয়ে আন্দোলনে শহরের রাস্তা গত একমাসের বেশি সময় ধরে বারবার মিটিং মিছিল জমায়েতে সরব হয়েছে। তার মধ্যে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে নাশকতার চেষ্টাও রুখেছে কলকাতা পুলিশ। এরই মধ্যে পুজোর মরশুমে একাধিক পরিকল্পনার কথা প্রকাশ করেছেন জুনিয়র চিকিৎসকরা। এই পরিস্থিতিতে আন্দোলনকারী ও পুজোর মরশুমে বাইরে বেরোনো মানুষের নিরাপত্তায় শহরের ধর্মতলা (Dharmatolla), বউবাজার (Baubajar), হেয়ার স্ট্রিট (Hair Street), এসপ্ল্যানেডের (Esplanade) মত গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)।

কলকাতার পুলিশ কমিশনার নিযুক্ত হওয়ার পরে মনোজ ভার্মা (Manoj Verma) আর জি কর হাসপাতালের নিরাপত্তা নিজে সরেজমিনে তদারক করেছেন। সেই সঙ্গে শহরের নিরাপত্তা বিধানেও সচেষ্ট নতুন সিপি (CP)। সেই প্রক্রিয়ায় ২৫ সেপ্টেম্বর থেকে ৬০ দিন অর্থাৎ ২৩ নভেম্বর পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেন তিনি। এইসব এলাকায় পাঁচজনের বেশি জমায়েত বা কোনও ধরনের লাঠি বা ধারালো অস্ত্র নিয়ে যাতায়াত করা যাবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তবে বামেরা যে দুর্গাপুজোর মরশুমে শহরের নিরাপত্তা নিয়ে চিন্তিত নয়, তা ডিওয়াইএফআই (DYFI) নেতা কলতান দাশগুপ্তর ঘটনাতেই প্রমাণিত। এবার সিপির নির্দেশিকার বিরোধিতা করে এই পরিস্থিতিতে জমায়েতের দাবি জানিয়ে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ সিপিআইএম (CPIM)। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version