Thursday, August 21, 2025

আইএসএল-এ প্রথম জয় মহামেডানের, অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়ানকে হারাল ১-০

Date:

২০২৪-২৫ আইএসএল-এ প্রথম জয় পেল মহামেডান স্পোর্টিং ক্লাব। এদিন চেন্নাইয়ান এফসির ঘরের মাঠে চেন্নাইয়ানকে হারলো ১-০ গোলে । সাদা-কালো ব্রিগেডের হয়ে একমাত্র গোল ফানাই-এর। এই জয়ের ফলে অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট পকেটে পুরল আন্দ্রে চেরনিশভের দল।

আইএসএল-এর প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ইনজুরি টাইমে গোল খেয়ে হার। দ্বিতীয় ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে এক পয়েন্ট। আইএসএল-এর অভিষেকেই নজর কেড়েছে মহামেডান। এদিন তৃতীয় ম্যাচে নেমেছিল চেন্নাইয়ান-এর বিরুদ্ধে। আর চেন্নাইয়ানের বিরুদ্ধে তিন পয়েন্ট লক্ষ্য ছিল সাদা-কালো ব্রিগেডের। যেই ভাবনা সেই কাজ। প্রথম অ্যাওয়ে ম্যাচে ঐতিহাসিক জয় পেল সাদা-কালো ব্রিগেড। ম্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় চেরনিশভের দল। ম্যাচের ৩৩ মিনিটে সুযোগ চলে আসে মহমেডানের সামনে। প্রতিপক্ষ ডিফেন্সের ভুলে বল পান অ্যালেক্সিস গোমেজ। সামনে শুধুই গোলকিপার। এগিয়ে আসছিলেন চেন্নাইয়ান এফসি গোলকিপার শমিক মিত্র। তাঁকে কাটিয়ে গোলের আরও কাছে অ্যালেক্সিস গোমেজ। যদিও তাঁর বাঁ পায়ের শট পোস্টে লাগে। এরপর আক্রমণে ফের ঝাঁপায় মহামেডান। যার ফলে ৩৯ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় সাদা-কালো ব্রিগেড। আবারও লং বল। চেন্নাইয়ানের দুই ডিফেন্ডারের ভুল বোঝাবুঝিতে বল পান লালরেমসাঙ্গা ফানাই। গোলকিপার শমিক আবারও এগিয়ে যেতে বাধ্য হন। গোলকিপারকে কাটিয়ে ডানদিক থেকে বাঁ দিকে চলে আসেন ফানাই। দুর্দান্ত ফিনিশে ১-০ এগিয়ে দেন মহামেডানকে। এরপর আক্রমণে গেলেও, প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে চেরনিশভের দল।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণের দাপট বজায় রাখে মহামেডান। ম্যাচের ৭৮ মিনিটে মহামেডানের স্ট্রাইকার অ্যালেক্সিস গোমেজ চকিত শট নেন। গোলরক্ষক শমিকের হাতে রক্ষা পায় চেন্নাইয়ান। ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি মিস করে মহামেডান। নাহলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত।

আরও পড়ুন- দলে নাকি বাড়তি সুবিধা দেওয়া হয় বিরাট-রোহিতকে, দ্বিতীয় টেস্টের আগে বিস্ফোরক অভিযোগ ভারতীয় এই প্রাক্তন ক্রিকেটারের

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version