Saturday, November 29, 2025

‘দায়িত্বশীল হয়ে করবেন’, আদালতে পুজো মামলায় নাম না করে বিকাশকে খোঁচা মমতার

Date:

Share post:

পুজোর অনুমতি আদায়েও আদালতে চলে গিয়েছেন সিপিআইএমের (CPIM) আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। পদপিষ্ট হলে দায়িত্ব নেবে কে, নাম না করে বিকাশ ভট্টাচার্যকে প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যেভাবে চাকরিপ্রার্থীদের থেকে টাকা নিয়ে পেশে বাঁচিয়েছিলেন বিকাশ, তার পরে মামলাবাজ বিকাশের এই মামলায় দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তাঁর মেয়র জমানার প্রসঙ্গ তুলে ধরে শহরের জমা জলের কথাও মনে করিয়ে দিলেন।

নদিয়ার রানাঘাটের কামালপুর এলাকার অভিযান সঙ্ঘ ১১২  ফুটের দুর্গা প্রতিমা তৈরির পরিকল্পনা নিয়েছিল। জেলা পুলিশ সব দিক বিবেচনা করে সেই অনুমতি দেয়নি। সংগঠনের তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) এই নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করেন। পাল্টা রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “১১২ ফুট প্রতিমা কেউ করবে, তাতে স্ট্যাম্পেড (stampede) হয়ে গেলে দায়িত্বটা কে নেবে? দায়িত্বশীল হয়ে করবেন যা করবেন।”

মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, কীভাবে পুজোগুলি হবে তা নিয়ে ইতিমধ্যেই রাজ্যস্তরে ও জেলাস্তরে পুলিশ বৈঠক করেছে। প্যান্ডেল, প্রতিমা থেকে ঢোকা বেরোনোর রাস্তা নিয়েও নির্দেশিকা দেওয়া ও আলোচনা হয়ে গিয়েছে। তারপরেও পুজো উদ্যোক্তাদের প্রতি বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বার্তা দেন, যা করতে হবে তাতে যেন মানুষের ক্ষতি না হয় সেটা দেখতে হবে। পুজো দেখতে এসে বিপদ এড়ানোয় পুলিশের পদক্ষেপে সায় দেন তিনি।

তারপরেও সিপিআইএম সাংসদের আদালতে চলে যাওয়াকে তীব্র কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কোর্টে গিয়ে রাজনীতির কচকচানি করেন যিনি সর্বক্ষণ, সব ব্যাপারে ইন্টারফেয়ার (interfere) না করেন।” মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, “আপনি যখন মেয়র (Mayor) ছিলেন কলকাতায় জল জমে যেত চারদিন। ছাত্রছাত্রীদের জন্য এত টাকা নিয়েছেন কেন, যারা আন্দোলন করছিল।”

আদালতের রায়ে যেমন নির্দেশ আসবে তেমনই মানবে রাজ্য, একথা জানিয়েও মুখ্যমন্ত্রীর বার্তা, আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়। সেক্ষেত্রে বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে। সেই সঙ্গে মানুষের ভালো হয় যাতে, যেন তেমন রায় হয়। তিনি বলেন, “এমন কিছু করবেন না যাতে মানুষ কোনওরকমভাবে স্ট্যাম্পেড হয়। দায়িত্বশীল হয়ে সবাই করুন। কোনও আপত্তি নেই।”

spot_img

Related articles

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...

তৃণমূলের উত্তর দিতে ব্যর্থ কমিশন! CCTV প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের দেওয়া সময় মেনেই দিল্লিতে কমিশন দফতরে শুক্রবার প্রশ্ন নিয়ে গিয়েছিলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। তৃণমূলের প্রশ্নের...