ঘূর্ণাবর্ত-অক্ষরেখার জোড়া ফলা, টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ

হাওয়া অফিসের (Weather Department)পূর্বাভাস সত্যি করে রাত পেরিয়ে সকালেও একটানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ। উত্তরেও আজ দিনভর মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার জোড়া ফলায় দুর্যোগ দুর্ভোগে কলকাতা – সহ বিস্তীর্ণ জেলা। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং উত্তরবঙ্গের দার্জিলিং, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎসহ মাঝারে বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি বর্ষণের আশঙ্কা রয়েছে।

কলকাতা-সহ সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সকালের দিকে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হলেও বেলার দিকে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। IMD জানিয়েছে, দক্ষিণ ছত্তিশগড়ে সক্রিয় ঘূর্ণাবর্ত এবং কোঙ্কন থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা ছত্তিশগড়ের ঘূর্ণাবর্তের উপর দিয়ে বিস্তৃত। এরই প্রভাবে আপাতত চার রাজ্য বাংলা বিহার ওড়িশা এবং ঝাড়খণ্ডে বৃষ্টি চলবে। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে ৭০ মিলিমিটার থেকে ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। এই পাঁচ জেলাতেই কমলা সর্তকতা জারি রয়েছে। দার্জিলিং এবং কালিম্পঙে লাল সতর্কতা। বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপ কিছুটা দুর্বল হলেও ৩০ তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে।