Monday, August 25, 2025

রানাঘাটে ১১২ ফুট দুর্গাপুজোর অনুমতি মিলল না,বেঁকে বসলেন জেলাশাসকও

Date:

রানাঘাটে ১১২ ফুট দুর্গাপুজোর অনুমতি মিলল না।হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, আদৌ এতবড় দুর্গা করা যাবে কিনা তার সিদ্ধান্ত নেবেন জেলাশাসক। কিন্তু শুক্রবার অনুমতি দিলেন না নদিয়ার জেলাশাসক।জেলাশাসক জানান, বিদ্যুৎ দফতর, দমকল, পুলিশ, বিডিও এবং রানাঘাট এসডিও এই আবেদন বাতিল করেছে। তাই, হাইকোর্টই সিদ্ধান্ত নেবে ১১২ ফুট প্রতিমা পুজোর ভাগ্য।বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ উদ্যোক্তাদের অতিরিক্ত হলফনামায় জানাতে নির্দেশ দিয়েছেন যে জেলাশাসকের এই সিদ্ধান্তের বিরুদ্ধে উদ্যোক্তাদের যুক্তি কী? জানা গিয়েছে, সোমবার দুপুর সাড়ে বারোটায় পুজোর অনুমতি মামলার পরবর্তী শুনানি।

এই পুজো নিয়ে প্রথম জলঘোলা শুরু হয়েছে।কয়েক বছর আগে কলকাতার দেশপ্রিয় পার্কের ‘বড় দুর্গা’ কোন পরিস্থিতির সামনে দাঁড়িয়েছিল তা আমরা দেখেছি।একটি পুজোর জন্য আরও অন্যান্য পুজো সমস্যায় পড়েছিল।এবারেও বিদ্যুৎ দফতর জানিয়েছে, ওই পুজো কমিটি প্রতিদিন ৩ কিলোওয়াট বিদ্যুৎ খরচের কথা জানিয়েছে। কিন্তু প্যান্ডেলের যে আয়তন তাতে প্রকৃতপক্ষে ২০-২৫ কিলোওয়াট বিদ্যুৎ প্রয়োজন। এত পরিমাণ বিদ্যুৎ দেওয়া সম্ভব নয়।

দমকল ও জরুরি বিভাগ আরও একধাপ এগিয়ে জানিয়েছে, ২০২৩ সালের পুজো এবং জমির অনুমতিপত্র জমা করতে হবে। তা উদ্যোক্তারা জমা করতে পারেননি বলে আবেদন বাতিল হয়েছে। রানাঘাট পুলিশ, এমনকী জেলার ধানতলা থানা জানিয়েছে, এত বড় দুর্গা দেখতে প্রচুর মানুষ ভিড় করবেন। ফলে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হবে।

এরই পাশাপাশি, এত বড় দুর্গা হওয়ায় কেবললাইন এবং বিদ্যুতের তারের সংযোগ বিচ্ছিন্ন হতে পারে।১২ ফুট রাস্তার জুড়ে প্যান্ডেল তৈরি করা হয়েছে।প্রতিমার তুলনায় তা খুবই সংকীর্ণ। তা ছাড়া পুজোর পরে বিসর্জনের সময় এলাকা দিয়ে ওই প্রতিমা নিয়ে যাওয়া সম্ভব নয়।









 

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version