Saturday, November 8, 2025

মুক্তির আগেই লক্ষ্মীলাভ! সাফল্যের পথে একধাপ ‘বহুরূপী’র

Date:

বৃষ্টিভেজা শরতের আকাশে পুজো পুজো গন্ধ, যদিও উৎসব (Durga Puja) আসতে দিন দশেক বাকি। পুজো কমিটির প্রস্তুতি তুঙ্গে, বাজারহাটে কেনাকাটার পর্ব বেশ জমজমাট। এসবের মাঝেই বাঙালির অন্যতম আকর্ষণ পুজোর বাংলা ছবি (Bengali Movie in Puja)। সেই তালিকায় হাড্ডাহাড্ডি লড়াই হবে ‘বহুরূপী’ (Bahurupi), ‘টেক্কা’ (Tekka) এবং ‘শাস্ত্রী’র(Shastri)। কিন্তু ৮ অক্টোবর সিনেমা মুক্তির আগেই শিবপ্রসাদ-নন্দিতার এবারের পুজো ধামাকার প্রথম সফলতা শিরোনামে। বাংলা সিনেমার মন্দা বাজারে সিনেমা রিলিজ করার আগেই ‘বহুরূপী’ ৫০ লক্ষ টাকা আয় করে ফেলল। উইন্ডোজ (Windows) প্রযোজনা সংস্থার মুকুটে রেকর্ডের নতুন পালক।

‘রক্তবীজ’-এর পর দুর্গাপুজোয় শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়ের (Shiboprasad Mukherjee Nandita Roy) সিনেমা ঘিরে আকর্ষণ এবং আগ্রহ দুটোই বেড়েছে। এবছরের পূজোয় ন’য়ের দশকের ব্যাংক ডাকাতির প্রেক্ষাপটে তৈরি ‘বহুরূপী’ সিনেমা নিয়ে আসছেন পরিচালক জুটি। এখনও পর্যন্ত ছবির তিনটি গান মুক্তি পেয়েছে। প্রথম গান ‘শিমুল পলাশ’, দ্বিতীয় গান ‘আজ সারা বেলা’ এবং তৃতীয় গান ‘ডাকাতিয়া বাঁশি’। আর এই তিন গানের সৌজন্যেই লক্ষ্মী এলো ঘরে।

জানা যাচ্ছে ‘বহুরূপী’র গানের স্বত্ব বিক্রি হয়েছে ৫০ লক্ষ টাকায়, কিনেছে জঙ্গলি মিউজিক (Junglee Misic)। সম্ভবতই খুশির মেজাজ সিনেমার কলাকুশলীদের মধ্যে। পরিচালক অবশ্য পুরো কৃতিত্বই দিলেন শিল্পী থেকে সুরকার সকলকেই। শিবপ্রসাদ জানালেন, এটা বাংলা ছবির জন্য বিরাট খবর। এই সিনেমার অন্যতম আকর্ষণ লোকসংগীত। নতুন প্রজন্মের গানের সুরের সঙ্গে লোকসংগীতকে যেভাবে মিশিয়েছে ‘বহুরূপী’ তা ইতিমধ্যেই বেশ প্রশংসিত। সিনে বিশ্লেষকরা বলছেন, বাংলা সিনেমার এবারের পুজো বক্স অফিসে এক লাফে অনেকটাই এগিয়ে গেল উইন্ডোজের নতুন ছবি।


 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version