Monday, January 12, 2026

পাটকাঠির ঘরে সিভিক ভলেন্টিয়ারের পাঠশালা, শিশু শিক্ষাদানে নজির হীরালালের!

Date:

Share post:

পেশায় সিভিক ভলেন্টিয়ার হীরালাল সরকার (Civic Volunteer Hiralal Sarkar), সারাদিন হুগলির বলাগড়ে(Balagarh , Hooghly) ট্রাফিকের দায়িত্ব সামলাতে হয় তাঁকে। রোদ জল দুর্যোগ উপেক্ষা করে প্রতিদিন নাটাগরে এসটিকেকে রোডের যান চলাচল নিয়ন্ত্রণ থেকে শুরু করে পথচারীদের নিরাপদ ভাবে পারাপারের সাহায্য করেন তিনি। আদিবাসী অধ্যুষিত এই এলাকায় অনেকের পক্ষেই আলাদা করে প্রাইভেট টিউটর রেখে শিশুদের পড়াশুনা করানোর সামর্থ্য নেই। তাই সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন হীরালাল। পাটকাঠির ঘরে চলছে তাঁর পাঠশালা যা মন জিতেছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষের।

রাস্তার পাশেই পাটকাঠির বেড়া দিয়ে একটি চালা ঘর তৈরি করেছেন এই সিভিক ভলেন্টিয়ার। প্রতিদিন স্কুলে যাওয়ার আগে অন্তত ১৫ থেকে ২০ জন পড়ুয়া হীরালালের কাছে পড়াশোনা করতে আসে। ‘হীরার পাঠশালা’য় মিড ডে মিল হয়তো নেই, কিন্তু আছে অনাবিল আনন্দ, গল্পের ছলে পড়াশোনা করা আর লজেন্স বিস্কুটের সমাহার। পড়ুয়াদের পড়াশোনা শেষে দায়িত্ব সহকারে রাস্তা পার করিয়ে দেন এই সিভিক ভলেন্টিয়ার। স্থানীয় বাসিন্দারা বলছেন হীরালাল চান প্রতিটি শিশু যথোপযুক্ত শিক্ষা পাক। স্কুলের পড়াশোনার বাইরে তাঁদের যাবতীয় খুঁটিনাটি প্রশ্ন থাকলে তার সঠিক উত্তর দিয়ে পড়ুয়াদের জ্ঞান অর্জনের সাহায্য করেন তিনি। অভিভাবকরা বলছেন এই সিভিক ভলেন্টিয়ার যে স্নেহ ভালবাসায় শিক্ষা দেন, সেটা সকলের কাছেই শিক্ষণীয়।

হীরালাল ২০১০ সালে বলাগড় কলেজ (Balagarh College) থেকে বিএ পাশ করেন। এরপর হুগলি গ্রামীণ পুলিশের বলাগড় থানার সিভিক ভলেন্টিয়ারের কাজ পান। সকালে ট্রফিকের দায়িত্ব সামলে বিকেলে বাবার সবজির ব্যবসায় হাত লাগান। ক্রিকেটপ্রেমী হীরালাল নিজের দায়িত্ব কর্তব্যে অবিচল থাকেন সবসময়। তিনি বলছেন, ‘যাঁরা প্রাইভেট টিউশন পড়তে দিতে পারেনা তাঁদের ছেলে মেয়েদের আমি শিখিয়ে দিই। মূলত শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করতেই আমার এই উদ্যোগ। সমাজের পাশে থেকে মানুষের জন্য কাজ করতে ভালো লাগে।’ হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র বলেন,সবাই খারাপ হয় না সেটা হীরালকে দেখলেও বোঝা যায়। গ্রামীণ পুলিশ সুপার নিজেও এই সিভিক ভলেন্টিয়ারের কাজের প্রশংসায় পঞ্চমুখ। একদিকে যখন আরজি কর কাণ্ডে নিকৃষ্ট ঘৃণ্য অপরাধে অভিযুক্ত এক সিভিক ভলেন্টিয়ার, তখন হুগলির বলাগড়ের আরেক সিভিক ভলেন্টিয়ার হীরালাল সরকার সামাজিক দায়িত্ববোধ এবং সুস্থ মানসিকতার উজ্জ্বল সমাজ গড়তে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁর কাজকে কুর্নিশ জানাচ্ছেন সকলেই।


 

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...