Wednesday, November 12, 2025

পাটকাঠির ঘরে সিভিক ভলেন্টিয়ারের পাঠশালা, শিশু শিক্ষাদানে নজির হীরালালের!

Date:

পেশায় সিভিক ভলেন্টিয়ার হীরালাল সরকার (Civic Volunteer Hiralal Sarkar), সারাদিন হুগলির বলাগড়ে(Balagarh , Hooghly) ট্রাফিকের দায়িত্ব সামলাতে হয় তাঁকে। রোদ জল দুর্যোগ উপেক্ষা করে প্রতিদিন নাটাগরে এসটিকেকে রোডের যান চলাচল নিয়ন্ত্রণ থেকে শুরু করে পথচারীদের নিরাপদ ভাবে পারাপারের সাহায্য করেন তিনি। আদিবাসী অধ্যুষিত এই এলাকায় অনেকের পক্ষেই আলাদা করে প্রাইভেট টিউটর রেখে শিশুদের পড়াশুনা করানোর সামর্থ্য নেই। তাই সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন হীরালাল। পাটকাঠির ঘরে চলছে তাঁর পাঠশালা যা মন জিতেছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষের।

রাস্তার পাশেই পাটকাঠির বেড়া দিয়ে একটি চালা ঘর তৈরি করেছেন এই সিভিক ভলেন্টিয়ার। প্রতিদিন স্কুলে যাওয়ার আগে অন্তত ১৫ থেকে ২০ জন পড়ুয়া হীরালালের কাছে পড়াশোনা করতে আসে। ‘হীরার পাঠশালা’য় মিড ডে মিল হয়তো নেই, কিন্তু আছে অনাবিল আনন্দ, গল্পের ছলে পড়াশোনা করা আর লজেন্স বিস্কুটের সমাহার। পড়ুয়াদের পড়াশোনা শেষে দায়িত্ব সহকারে রাস্তা পার করিয়ে দেন এই সিভিক ভলেন্টিয়ার। স্থানীয় বাসিন্দারা বলছেন হীরালাল চান প্রতিটি শিশু যথোপযুক্ত শিক্ষা পাক। স্কুলের পড়াশোনার বাইরে তাঁদের যাবতীয় খুঁটিনাটি প্রশ্ন থাকলে তার সঠিক উত্তর দিয়ে পড়ুয়াদের জ্ঞান অর্জনের সাহায্য করেন তিনি। অভিভাবকরা বলছেন এই সিভিক ভলেন্টিয়ার যে স্নেহ ভালবাসায় শিক্ষা দেন, সেটা সকলের কাছেই শিক্ষণীয়।

হীরালাল ২০১০ সালে বলাগড় কলেজ (Balagarh College) থেকে বিএ পাশ করেন। এরপর হুগলি গ্রামীণ পুলিশের বলাগড় থানার সিভিক ভলেন্টিয়ারের কাজ পান। সকালে ট্রফিকের দায়িত্ব সামলে বিকেলে বাবার সবজির ব্যবসায় হাত লাগান। ক্রিকেটপ্রেমী হীরালাল নিজের দায়িত্ব কর্তব্যে অবিচল থাকেন সবসময়। তিনি বলছেন, ‘যাঁরা প্রাইভেট টিউশন পড়তে দিতে পারেনা তাঁদের ছেলে মেয়েদের আমি শিখিয়ে দিই। মূলত শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করতেই আমার এই উদ্যোগ। সমাজের পাশে থেকে মানুষের জন্য কাজ করতে ভালো লাগে।’ হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র বলেন,সবাই খারাপ হয় না সেটা হীরালকে দেখলেও বোঝা যায়। গ্রামীণ পুলিশ সুপার নিজেও এই সিভিক ভলেন্টিয়ারের কাজের প্রশংসায় পঞ্চমুখ। একদিকে যখন আরজি কর কাণ্ডে নিকৃষ্ট ঘৃণ্য অপরাধে অভিযুক্ত এক সিভিক ভলেন্টিয়ার, তখন হুগলির বলাগড়ের আরেক সিভিক ভলেন্টিয়ার হীরালাল সরকার সামাজিক দায়িত্ববোধ এবং সুস্থ মানসিকতার উজ্জ্বল সমাজ গড়তে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁর কাজকে কুর্নিশ জানাচ্ছেন সকলেই।


 

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১২ নভেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

দু-ধরনের রাসায়নিকেই বিস্ফোরণ! দিল্লি কাণ্ডে নজর ঘাতক গাড়ির গতিবিধিতেও

দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণের (Delhi blast near Red fort area) ঘটনায় দু’টি তাজা কার্তুজ এবং দু’ধরনের বিস্ফোরকের নমুনা...

ভয়াবহ! পথকুকুরদের হামলায় চিড়িয়াখানায় মৃত্যু কমপক্ষে ১০ হরিণের

কেরলে চিড়িয়াখানায় হরিণদের উপর ভয়াবহ হামলা পথ কুকুরদের(Street Dog)। ত্রিশূরে নবনির্মিত পুথুর চিড়িয়াখানা উদ্বোধন হয়েছে একমাসও হয়নি। তার...

ইডেনে অল-রাউন্ডারদের অতিরিক্ত গুরুত্ব, জুরেলকে নিয়ে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের ভাবনা কী?

ভারত দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে(Ind vs Sa Test) শুরু হওয়ার আগে চর্চার কেন্দ্রবিন্দুতে  ইডেনের পিচ। মঙ্গলবার অনুশীলনের দফায়...
Exit mobile version