Monday, November 10, 2025

ফাঁস আধার-প্যানের তথ্য! ব্লক করেও ওয়েবসাইটগুলিকে ছাড় কেন্দ্রের

Date:

নিরাপদ নয় আপনার গোপণ তথ্য। বিভিন্ন ওয়েবসাইটের (website) মাধ্যমে আপনার প্যান (PAN card) বা আধারের (Aadhaar card) তথ্য প্রকাশ হয়ে যাচ্ছে অবাঞ্ছিত গ্রাহকদের কাছে। কেন্দ্রের নজরদারির বিরাট ফাঁক সামনে আসতেই নড়েচড়ে বসে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক। তবে দুর্ভাগ্যজনকভাবে যে ওয়েবসাইটগুলি তথ্য ফাঁস করছিল তাদের প্রযুক্তিগত সাহায্য দিয়ে ফের চালু করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। ফলে ফের তথ্যফাঁসের আশঙ্কায় দেশের মানুষ।

সম্প্রতি ইউনিক আইডেনটিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (UIDAI) পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়। যেখানে বলা হয়েছে এমন কিছু ওয়েবসাইট রয়েছে যারা সাধারণ মানুষের আধার-প্যান কার্ডের তথ্য প্রকাশ করছে। এতে আধার কার্ড আইন ২০১৬ ভঙ্গ করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে বিষয়টি সাইবার সিকিউরিটি (cyber security) এবং ব্যক্তিগত তথ্য সংরক্ষণকে ভঙ্গ করেছে। এর পরই দ্রুত পদক্ষেপ করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। বিবৃতিতে বলা হয়েছে, সরকার এই তথ্য সংরক্ষণ সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে থাকে। তাই এই সমস্ত ওয়েবসাইটগুলিকে ব্লক করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত জারি রয়েছে।

বিগত বেশ কয়েক বছর ধরেই বহু অজানা ওয়েবসাইট বা ফোন নম্বর থেকে হ্যাকাররা (hacker) লিঙ্ক পাঠিয়ে দেয়। আর ক্লিক করলেই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে প্যান কার্ড আধার কার্ডের সমস্ত তথ্য পাচার হয়ে যায়। এটা খুবই উদ্বেগের বিষয়। কেন্দ্রের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, সাইট অপারেটরদের আইটি পরিকাঠামো উন্নত করার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যক্তিগত তথ্য যদি কারোও ফাঁস হয়ে গিয়ে থাকে তাহলে তথ্য প্রযুক্তি আইন ২০০০-এর (IT Act 2000) অধীনে অভিযোগ জানাতে বলা হয়েছে। তবে জনগণকে ব্যক্তিগত তথ্য রক্ষা করতে কোন কোন ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে, সেই বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি কেন্দ্রের তরফে।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version