Saturday, August 23, 2025

সল্টলেকের সেচ আবাসনে কলেজ পড়ুয়ার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। প্রাথমিকভাবে অনুমান সেচ দফতরের আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা হয়েছে। কিন্তু কেন এই আত্মহত্যা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। দেখা দিয়েছে নানান সন্দেহ । কলেজের বন্ধুদের সঙ্গে ঝামেলার জন্যই কি জীবন শেষ করার পথ বেছে নিয়েছে এই পড়ুয়া?নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনও কারণ? তা নিয়ে রীতিমতো শুরু হয়েছে জল ঘোলা।

মৃতের নাম গৌরব দত্ত, বয়স ২০। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, এফএফ ব্লকের সেচ আবাসনের বাসিন্দা গৌরব সল্টলেকেরই এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। শুক্রবার সন্ধ্যার এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ওই আবাসনে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে ওই পড়ুয়া।

এটি আত্মহত্যা নাকি খুন? তারই উত্তর খুঁজছে পুলিশ। শুধু তাই নয়, গৌরব কোনও মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, যা নিয়ে টানাপোড়েন চলছিল, এমন জল্পনাও শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতেই কি তার আত্মহত্যার সিদ্ধান্ত? তা নিয়েও উঠছে প্রশ্ন। তবে গোটা বিষয়ে পরিবারের তরফে এখনও কিছু বলা হয়নি। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার বা আটকও হয়নি বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরবেলা আচমকা একটি জোরালো শব্দ হয়। সল্টলেকের সেচ আবাসনের ও আশেপাশের বাসিন্দারা বেরিয়ে এসে দেখেন, আবাসনের ঠিক সামনেই পড়ে রয়েছেন ওই কলেজ পড়ুয়া। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। সঙ্গে সঙ্গে বিধাননগর দক্ষিণ থানায় খবর দেওয়া হয়।









Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version