গ্রাহক স্বার্থে বিজ্ঞপ্তি পরিবহণ দফতরের, পুজোর ছুটিতে কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম করার নির্দেশ

পুজোর সময় নতুন গাড়ি কিনলে যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয় তাই এবার পুজোর সময় সরকারি ছুটির দিনগুলোয় আরটিও, এআরটিও এবং এমভিআইদের ওয়ার্ক ফর্ম হোম করার নির্দেশ দিল পরিবহণ দফতর। আজ এবিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এই সমস্ত অফিসারদের পুজোর ছুটির ১২দিন বাড়ি বসে অনলাইনে কাজ করতে হবে। নতুন গাড়ির রেজিস্ট্রেশন, ফি-কাটা থেকে পারমিট প্রদান সব কাজই করতে হবে। তবে এই দিনগুলোয় অফিস আসতে হবে না।

পুজো থেকে দিপাবলী পর্যন্ত প্রতিবছরই নতুন গাড়ি কেনার চাহিদা বাড়ে। কিন্তু পুজোর ছুটি চলার কারণে গাড়ি রেজিস্ট্রেশনের কাজ সম্পূর্ণ হয় না। ফলে নতুন গাড়ি হাতে পান না ক্রেতারা। এবার ৭ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত সরকারি অফিস ছুটি থাকবে। সেই সময় যাতে এই অসুবিধা না হয় , তাই বাড়ি থাকে কাজ করানোর সিদ্ধান্ত হয়েছে।এবার তাই আরটিও, এআরটিও, মোটর ভেহিকেলস ইন্সপেক্টরদের কর্মব‌্যস্ত থাকতে হবে বাড়িতে থেকেই।

পরিবহন দফতর সূত্রে খবর নতুন গাড়ি রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করার জন‌্য আরটিও-এআরটিও-র অনুমোদনের প্রয়োজন হয়। তাছাড়া এতদিন বন্ধ থাকার পর অফিস খুললে দেখা গাড়ি পরিবহণ দফতরেও প্রচুর গাড়ি রেজিস্ট্রেশনের বা অন‌্য কাজ জমে গিয়েছে। ফলে একটা হুড়োহুড়ি লেগে যায়। তাই এই গোটা প্রক্রিয়াটাকে সরলীকরণ করে মানুষকে পরিষেবা দিতেই পরিবহণ দফতর ওয়ার্ক ফর্ম হোমের বিজ্ঞপ্তি দিয়েছে ।

আরও পড়ুন- রক্ষাকবচ অধরা, সোনাগাছি মন্তব্যে হাইকোর্টে ধাক্কা অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তর