Sunday, November 9, 2025

ভারতীয় সিনে সংস্কৃতিতে ইউরোপিয়ান সিনেমার মেলবন্ধনে কলকাতার নেজ ফাউন্ডেশন!

Date:

নানা ভাষা নানা মত আর নানা সংস্কৃতির মিশেলে তৈরি ভারতীয় সিনে ঘরানার ঐতিহ্যে এবার জুড়ে গেল ইউরোপিয়ান চলচ্চিত্রের স্পর্শ। নেজ ফাউন্ডেশন (Nez Foundation) ও ফোরাম ফর ফিল্ম স্টাডিজের উদ্যোগে কলকাতায় শুরু হল ইউরোপিয়ান সিনেমা সেশন(A Session of Best European Cinema)। শনিবার থেকে কলকাতার ICCR-এর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে ইউরোপের বিভিন্ন দেশের মোট ৯টি সিনেমার প্রদর্শন শুরু হল।

এদিন সাংবাদিক বৈঠকে পরিচালক সুদীপ রঞ্জন সরকার (Sudip Ranjan Sarkar) বলেন এদেশের সিনেমা বিদেশে গিয়ে পুরস্কার পাওয়া মানেই তার মাথায় নয়া পালক জুড়ে যাওয়া, এই ভাবনা থেকে বেরিয়ে দেশ-বিদেশের সিনে সংস্কৃতিকে মেলানোর সময় এসেছে। গত ১০ বছর ধরে এই কাজটাই করে চলেছে NEZ Foundation। এবারে ফোরাম ফর ফিল্ম স্টাডিজ অ্যান্ড অ্যালায়েড আর্টস (Forum for film studies and alied arts) এর সহযোগিতায় আগামী তিনদিন ধরে শহরে বসেই ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, পোল্যান্ড, সুইজারল্যান্ড, স্পেন, অস্ট্রিয়া, জার্মানি ও বেলজিয়ামের ছবি দেখার সুযোগ মিলবে। এ বারের এই উৎসবের নাম দেওয়া হয়েছে নেজ ম্যাজিক ল্যান্টার্ন ফেস্টিভ্যাল (NEZ MAGIC LANTERN FESTIVAL)। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফিল্ম সমালোচক ও লেখক সোমা এ চট্টোপাধ্যায় (Shoma A Chatterji), উৎসবের চেয়ারপারসেন রিতা ঝাওয়ার (Rita Jhawar), ‘কালকক্ষ’ সিনেমার জন্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত দুই পরিচালক রাজদীপ পাল (Rajdeep Paul) ও শর্মিষ্ঠা মাইতি (Sarmistha Maiti), উপস্থাপক সতীনাথ মুখোপাধ্যায়-সহ অন্যান্যরা।

আয়োজকরা জানান আগামী ৩০ অক্টোবর পর্যন্ত প্রত্যেকদিন তিনটে করে শো প্রদর্শিত হবে। এদিন সুদীপ রঞ্জন সরকারের ‘রিইনভেন্টিং সিনেমা’ (REINVENTING CINEMA) বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন সোমা এ চট্টোপাধ্যায়। এই বইতে সিনেমা বানানোর পর্যায়ক্রম থেকে পরিচালকের অভিজ্ঞতা অত্যন্ত সুসংগঠিত ভাবে তুলে ধরা হয়েছে। পরিচালকের দশটি সিনেমার মধ্যে পাঁচটি মোবাইলে শুটিং করা হয়েছে, এবং যে পাঁচটি চলচ্চিত্রের উল্লেখ রয়েছে এই বইতে তা নিঃসন্দেহে পৃথিবীর একাধিক রহস্যময়তার অন্ধকার প্রান্তে লুকিয়ে থাকা আলোকোজ্জ্বল উপস্থিতির কথা জানিয়ে দিয়ে যায়। এদিন ফিল্ম সমালোচক সোমা এ চট্টোপাধ্যায় তাঁর কর্মজীবনের নানা অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।


 

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version