আইএসএল-এ হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গল এফসির। গতকাল যুবভারতীতে আইএসএল-এর প্রথম হোম ম্যাচ খেলতে নেমেছিল লাল-হলুদ। সেই ম্যাচে এফসি গোয়ার কাছে ২-৩ গোলে হারে ইস্টবেঙ্গল। এই হারের ফলে আইএসএল-এ টানা তিন ম্যাচে হার লাল-হলুদের। আর এরপরই গ্যালারিতে ওঠে গো ব্যাক কার্লোস স্লোগান। যদিও এই নিয়ে ভাবছেন না লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। বরং পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথা বললেন তিনি।

ম্যাচ শেষে লাল-হলুদ কোচ বলেন, “ আমরা এমন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যখন কিছুই আমাদের পক্ষে যাচ্ছে না। ফুটবলে এমন হয়। বিশেষ করে ঘরের মাঠে হার মেনে নেওয়া কঠিন। আমাদের অন্তত এক পয়েন্ট পাওয়ার জন্যেও লড়াই করতে হচ্ছে। আমরা চেষ্টা করেছিলাম। ম্যাচের আগে যেভাবে পরিকল্পনা করেছিলাম তা কাজে আসেনি। শুরু থেকেই প্রতিপক্ষ আমাদের চাপে ফেলে দিয়েছিল। ২০ মিনিটের মধ্যে দুটো গোল খেয়ে গেলে পরিস্থিতি খুব কঠিন হয়ে যায়। আমরা গোলের সুযোগ তৈরি করতে পারছি না। তিনটে ম্যাচের কোনওটাতেই আমরা ভাল খেলতে পারিনি।”

এরপরই কুয়াদ্রাত বলেন,” আমাদের আরও পরিশ্রম করতে হবে। উন্নতি করতে হবে। খেলোয়াড়দের ছন্দে ফেরাতে হবে। দিয়ামানতাকোস, ক্রেসপো চোট সারিয়ে ফিরে এলে আশা করি আমরা ভাল খেলব। আমরা ভবিষ্যতের জন্য দল গড়ছি। আমাদের দলে অনেক তরুণ খেলোয়াড় রয়েছে। দীর্ঘমেয়াদী চুক্তিতে রয়েছে বিষ্ণু, সায়ন, আমনের মতো তরুণেরা। এই দল ভবিষ্যতের জন্য এবং ভবিষ্যতের কথা ভেবেই আমাদের আশাবাদী হতে হবে। আমরা সবাই এই পরিস্থিতিতে হতাশ। বুঝতে পারছি যে, সমর্থকেরা অসন্তুষ্ট। ওরা আবেগপ্রবণ, ওদের এই ক্ষোভ থাকা স্বাভাবিক। কিন্তু আমরা জানি যে সমর্থকেরা ক্লাবকে ভালবাসে এবং সব সময় ক্লাবকে সমর্থন করবে।”

আরও পড়ুন- চড় মারার অভিযোগ, মার্টিনেজকে নির্বাসিত করল ফিফা

