পুজো (Durga Puja) আসতে আর মাত্র দিন দশেক বাকি। কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনার জেরে মাটি হচ্ছে পুজোর কেনাকাটা। কখনও জোড়া ঘূর্ণাবর্ত কখনও বা নিম্নচাপের চওড়া ফলা, দুর্যোগে বিধ্বস্ত দক্ষিণবঙ্গের আবহাওয়ায় (South Bengal Weather) এবার বড় পরিবর্তনের আপডেট দিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানালো, আপাতত ৪-৫ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে তাতে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না।

দুর্গাপুজোর আগে বৃষ্টি প্রত্যেকবার মৃৎশিল্পীদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এবারও ব্যতিক্রম হয়নি। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ডিভিসির (DVC) ছাড়া জলে প্লাবনের জেরে পুজো প্রস্তুতি ব্যাহত হচ্ছে। এর মাঝেই কিছুটা হলেও আশার আলো দেখিয়েছে সূর্য। অনেকেই বলছেন আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত যদি একটানা তীব্র রোদ থাকে তাহলে পরিস্থিতির অনেকটাই বদল হবে। যদিও পুজোতে বৃষ্টির সম্ভাবনা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উত্তর হোক বা দক্ষিণ নিস্তার নেই কোথাও। আশঙ্কা সত্যি করে আইএমডি-র (IMD) কলকাতা শাখা একেবারে তারিখ ধরে জানিয়ে দিল কবে কবে দুর্গাপুজোয় বৃষ্টি হবে৷ এবারের বর্ষায় সেভাবে বৃষ্টি না হলেও আশ্বিন মাসে একাধিক নিম্নচাপ ও সাইক্লোনিক সার্কুলেশনের জেরে পরপর ভারী বৃষ্টির স্পেল দেখছেন বঙ্গবাসী৷ এবার বৃষ্টি ভিজতে চলেছেন স্বয়ং মা দুর্গাও। পুজোর সপ্তাহে অর্থাৎ ১০ থেকে ১৩ অক্টোবর অর্থাৎ ষষ্ঠী থেকে শুরু করে বিজয়া দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রতিটা জেলায় হালকা বৃষ্টি এবং বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে৷ মহালয়ার আগেই দুর্যোগের পূর্বাভাস উত্তরবঙ্গে।

