Monday, August 25, 2025

আজ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় বদল, ষষ্ঠী থেকে টানা বৃষ্টির পূর্বাভাস!

Date:

পুজো (Durga Puja) আসতে আর মাত্র দিন দশেক বাকি। কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনার জেরে মাটি হচ্ছে পুজোর কেনাকাটা। কখনও জোড়া ঘূর্ণাবর্ত কখনও বা নিম্নচাপের চওড়া ফলা, দুর্যোগে বিধ্বস্ত দক্ষিণবঙ্গের আবহাওয়ায় (South Bengal Weather) এবার বড় পরিবর্তনের আপডেট দিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানালো, আপাতত ৪-৫ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে তাতে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না।

দুর্গাপুজোর আগে বৃষ্টি প্রত্যেকবার মৃৎশিল্পীদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এবারও ব্যতিক্রম হয়নি। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ডিভিসির (DVC) ছাড়া জলে প্লাবনের জেরে পুজো প্রস্তুতি ব্যাহত হচ্ছে। এর মাঝেই কিছুটা হলেও আশার আলো দেখিয়েছে সূর্য। অনেকেই বলছেন আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত যদি একটানা তীব্র রোদ থাকে তাহলে পরিস্থিতির অনেকটাই বদল হবে। যদিও পুজোতে বৃষ্টির সম্ভাবনা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উত্তর হোক বা দক্ষিণ নিস্তার নেই কোথাও। আশঙ্কা সত্যি করে আইএমডি-র (IMD) কলকাতা শাখা একেবারে তারিখ ধরে জানিয়ে দিল কবে কবে দুর্গাপুজোয় বৃষ্টি হবে৷ এবারের বর্ষায় সেভাবে বৃষ্টি না হলেও আশ্বিন মাসে একাধিক নিম্নচাপ ও সাইক্লোনিক সার্কুলেশনের জেরে পরপর ভারী বৃষ্টির স্পেল দেখছেন বঙ্গবাসী৷ এবার বৃষ্টি ভিজতে চলেছেন স্বয়ং মা দুর্গাও। পুজোর সপ্তাহে অর্থাৎ ১০ থেকে ১৩ অক্টোবর অর্থাৎ ষষ্ঠী থেকে শুরু করে বিজয়া দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রতিটা জেলায় হালকা বৃষ্টি এবং বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে৷ মহালয়ার আগেই দুর্যোগের পূর্বাভাস উত্তরবঙ্গে।


 

Related articles

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...
Exit mobile version