শিলিগুড়ির বিধান মার্কেটে আ.গুন, ভ.স্মীভূত একাধিক দোকান!

শিলিগুড়ির বিধান মার্কেটে (Bidhan Market, Siliguri) ভয়াবহ অগ্নিকাণ্ড। সকাল সাড়ে দশটা নাগাদ একটি কাপড়ের দোকানে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে জানা যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানগুলিতে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন। ইতিমধ্যেই সাতটি দোকান পুড়ে ছাই। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায় সকালে ব্যবসায়ীরা মার্কেটে এসে দেখেন চারপাশ কালো ধোঁয়ায় থেকে গেছে এবং একটি দোকান থেকে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। দ্রুত দমকলকে খবর দেওয়া হলেও তারা সময় মতো আসেননি বলে অভিযোগ। প্রাথমিকভাবে দুটি ইঞ্জিন আসে, পরবর্তীতে আগুনের তীব্রতা বাড়ায় আরও দুটি ইঞ্জিন উপস্থিত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। হতাহতের কোনও মেলেনি।