ডবল ইঞ্জিন পরিচালিত রাজ্যের বেহাল শিক্ষাব্যবস্থার বেআব্রু হওয়ার চিত্র উঠে আসছে বারবার। যোগীর রাজ্য উত্তরপ্রদেশের হাথরাসে দ্বিতীয় শ্রেণির ছাত্রকে বলি দেওয়ার ঘটনায় শোরগোল তুঙ্গে। আর এর মধ্যেই সামনে এলো চাঞ্চল্যকর এক ঘটনা। এবার BJP শাসিত বিহারের (Bihar) এক সরকারি স্কুলেই বসল মদের আসর। শুধু তাই নয়, সেই আসরে চলল অর্ধনগ্ন নর্তকীদের চটুল নাচ। তাঁদের অশ্লীল নাচের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে (যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ)। নিন্দনীয় এই ঘটনাটি ঘটেছে জালাই থানার অন্তর্গত সরকারি স্কুলে।
