এর আগে পিছিয়ে ছিল শুনানির দিন। আর জি কর মামলার শুনানির কথা ছিল ২৭ সেপ্টেমর। সেটা পিছিয়ে হয়েছে ৩০ তারিখ। এবার সকাল থেকে পিছিয়ে শুনানির সময় হল দুপুর ২টোয়। সোমবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতির নেতৃত্বে ডিভিশন বেঞ্চে ৪২ নম্বরে মামলাটি উঠবে। আগের মতোই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের সঙ্গে থাকবেন বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র। মামলায় প্রায় ৪২টি পক্ষ। নথিভুক্ত আইনজীবীর সংখ্যা ২০০-র বেশি।