গজোলডোবায় শর্ট সার্কিট একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়। রবিবার, শিলিগুড়ি (Siliguri) পৌঁছে উত্তরকন্যায় স্বজনহারা পরিবারে হাতে আর্থিক সাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক অভিভাবকহীন তরুণ এসেছিলেন চেক দিতে। কিন্তু গুরুদশায় সামান্য পোশাকে তাঁর ঠাণ্ডা লাগছিল। বুঝতে পেরে বাংলার ‘দিদি’ মমতা নিজের শাল আনিয়ে সস্নেহে তাঁর গায়ে জড়িয়ে দেন। এই সহমর্মিতায় আপ্লুত পরিবার। মুখ্যমন্ত্রীর হাত ধরে কেঁদে ফেলেন মৃতের আত্মীয়া। এঁদের পাশাপাশি, শিলিগুড়ির (Siliguri) বিধান মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্ত ৬টি দোকানের মালিকদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।