Monday, May 19, 2025

পোস্টমর্টেম রিপোর্টে রয়েছে R G Kar-এর নয়া কমিটির ৩ জুনিয়র ডাক্তারের স্বাক্ষর!

Date:

আর জি কর-এর নতুন কমিটিতে পাঁচজন ডাক্তার রয়েছেন, যাঁরা ৯ তারিখ পোস্টমর্টেম সময় উপস্থিত ছিলেন এবং রিপোর্টে স্বাক্ষর করেছিলেন। পোস্টমর্টেম রিপোর্টে নাকি কারসাজি হয়েছে, এই অভিযোগ তুলেছেন জুনিয়র ডাক্তাররা। অথচ তাঁদের প্রতিনিধিরাই সেদিন ছিলেন পোস্টমর্টেমের সময়।

এই বিষয় নিয়ে দুটি নথি সামনে এসেছে। একটিতে সেদিন ময়নাতদন্তের সময় যাঁরা ঘরের ভিতর উপস্থিত ছিলেন এবং রিপোর্টে সন্তোষ প্রকাশ করে স্বাক্ষর করেছিলেন। আরেকটিতে রয়েছে নতুন কমিটিতে যাঁরা রয়েছেন তাঁদের নামের তালিকা। এর মধ্যে ৩ জন জুনিয়র ডাক্তার এমন রয়েছেন যাঁরা সেদিন পোস্টমর্টেম রুমে উপস্থিত ছিলেন। তাহলে কীসের ভিত্তিতে এই ময়নাতদন্তের রিপোর্টে কারসাজি হয়েছে বলে অভিযোগ করছেন জুনিয়ার ডাক্তাররা? তাঁদের প্রতিনিধিরাই তো সেদিন ওই নথিতে স্বাক্ষর করেছেন। উপস্থিত ৩ জন জুনিয়র ডাক্তারের মধ্যে কমপক্ষে তিনজন নবগঠিত আর জি কর ডাক্তার কমিটিতে রয়েছেন।

মৃতা চিকিৎসক-পড়ুয়ার ময়নাতদন্তে রিপোর্ট যদি হয়ে থাকে তাহলে ওই জুনিয়র ডাক্তাররা তাতে স্বাক্ষর করলেন কেন? যদি সেই স্বাক্ষর করতে তাঁদের কেউ চাপ দিয়ে থাকেন তাহলে একান্ন দিনের কর্মবিরতিতে ডজন ডজন সাংবাদিক বৈঠক এবং শ’খানেক সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দেওয়ার সময় কেন সে কথা জানালেন না পোস্টমর্টেমের রুমে থাকা জুনিয়র ডাক্তাররা?

ময়নাতদন্তে রিপোর্টে যদি কেউ কারসাজি করে থাকেন তাহলে সেই রিপোর্টে স্বাক্ষর করা জুনিয়র ডাক্তাররা কি নিজেদের নির্দোষ দাবি করতে পারেন? এই à§© জুনিয়র ডাক্তারকে পোস্টমর্টেম রুমের ভিতরে পাঠানো হয়েছিল আন্দোলনকারীদের প্রতিনিধিত্ব করার জন্য এই আশা নিয়ে যে তাঁরা “ন্যায়ের পক্ষে” থাকবে। তারা ময়না তদন্তের পুরো প্রক্রিয়া দেখতে এবং সবকিছু ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে সেখানে ছিলেন। তাহলে এখন তাঁরা কেন বলছেন পোস্টমর্টেম রিপোর্টে কারসাজি হয়েছিল? যদি হয়ে থাকে এবং তাঁরা সই করায় এই কারসাজিল অঙ্গ তো তাঁরাও। নতুন কমিটির কাছে এ বিষয়ে তাঁরা কি জবাবদিহি করবেন!

আরও পড়ুন- সুপ্রিম শুনানির আগের রাতে শহরে মশাল মিছিল জুনিয়র ডাক্তারদের, রাজপথে সাধারণ মানুষও

 

 

Related articles

ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত স্থগিত ভর্তিপ্রক্রিয়া

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। সেই...

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে পুনর্বাসন প্রকল্পে জোরদার অগ্রগতি, ৫০% ফ্ল্যাট নির্মাণ সম্পূর্ণ

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে আগুন ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহায়ন দফতরের বিশাল আবাসন প্রকল্প জোরকদমে এগোচ্ছে। ২০২৪-২৫...

নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবলকে লক্ষ্য করে গুলি! নদিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতা

ঘুমোতে যাওয়া নিয়ে বচসা। তার জেরে নিজেরই নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সেজাজুল হক...

বাংলার বদনামের প্রতিবাদ করুন: শিল্পমহলকে আহ্বান মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্প হয় না। বারবার এই অভিযোগ তোলে বিরোধীরা। কিন্তু একের পর একর বাণিজ্য সম্মেলন ও শিল্পস্থাপনই প্রমাণ...
Exit mobile version